সাইকেল রাখা নিয়ে বচসা। নিউ ব্যারাকপুরে থানা এলাকায় একজনের চোখ ‘উপড়ে’ নেওয়ার অভিযোগ। আক্রান্তের নাম নন্দী বিশ্বাস। তিনি বর্তমানে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর পরিবারের সদস্যরা অভিযোগের আঙুল তুলেছেন স্থানীয় কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সূত্রের খবর, নিউ ব্যারাকপুর থানা এলাকার লেনিনগড় এলাকায় রবিবার সন্ধ্যায় নন্দীর বাড়ির গলির ঢোকার মুখে একটি সাইকেল রাখা ছিল। অভিযোগ, তার প্রতিবাদ করায় তাঁকে মারধর করা হয়। নন্দীর পরিবারের দাবি, স্থানীয় তৃণমূল কংগ্রেস পার্টি অফিস থেকে বেরিয়ে এসে বেশ কয়েকজন তাঁকে মারধর করে। মারের চোটে তাঁর চোখের মণি ঠিকরে বেরিয়ে আসে। প্রতিবাদ করায় পরিবারের লোকজনকেও বেধড়ক মারা হয়।
নিউ ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের করেন নন্দী বিশ্বাসের পরিবারের লোকজন। সেই সময়ে নন্দীর পরিবারের সদ্যসদের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। বচসা ও মারামারির ঘটনায় রাজু মিত্র নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় নাম জড়িয়েছে ব্যারাকপুর-২ নম্বর ব্লকের পরিবেশ ও জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সজল দাস-এর। তাঁর সঙ্গে যোগাযোগ করেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ঘটনার নিন্দা প্রকাশ করা হয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে। ব্যারাকপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী বলেন, ‘দলের উচ্চ নেতৃত্বকে জানিয়েছি। এর শেষ দেখে ছাড়ব।’ তাঁর দাবি, যাঁকে মারা হয়েছে, তিনি তাঁদের দলের একনিষ্ঠ কর্মী, পরিবারের সকলেও তৃণমূলের সমর্থক। তা জেনেও ওঁকে মারধর করা হয়। পুলিশ উপযুক্ত পদক্ষেপ করুক।’