• IPL চলাকালীন ঢুকতে পারবেন না ইডেনে, গ্যালারি টপকে মাঠে ঢুকে পড়া সেই ‘বিরাট ভক্ত’-এর জামিন
    এই সময় | ২৪ মার্চ ২০২৫
  • শনিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ চলাকালীন পুলিশের নিরাপত্তা বলয় টপকে স্টেডিয়ামে ঢুকে জড়িয়ে ধরেছিলেন বিরাট কোহলির পা। এই ঘটনায় গ্রেপ্তার হওয়া যুবকের অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর হলো সোমবার। তবে বেশ কয়েকটি শর্ত দিয়েছে কোর্ট। ২০২৫ সালে আইপিএল চলাকালীন ইডেন গার্ডেন্স বা তার আশেপাশের এলাকাতে যেতে পারবেন না তিনি। ওই যুবকের নাম ঋতুপর্ণ পাখিরা। তিনি পূর্ব বর্ধমানের জামালপুরের বাসিন্দা ।

    আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে ইডেনে বিরাটের ব্যাটে রানের বন্যা হয়েছে। এ দিকে প্রিয় ক্রিকেটারকে সামনে দেখে আবেগ ধরে রাখতে পারেননি ঋতুপর্ণ। নিরাপত্তা বলয় পেরিয়ে, গ্যালারি টপকে তিনি সটান ঢুকে পড়েন ইডেনে। বিরাট কোহলির পায়ে হাত দিয়ে প্রণামও করেন। যদিও নিরাপত্তা রক্ষীরা ওই যুবককে মাঠ থেকে সরিয়ে নিয়ে যান তড়িঘড়ি।

    যে ভাবে মাঠের মাঝে পৌঁছে গিয়েছিলেন এই যুবক তাতে নিরাপত্তা ব্যবস্থার উপরে বিস্তর প্রশ্ন ওঠে। রবিবার সেই ফ্যানকেই গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া, অপরাধমূলক অনুপ্রবেশ এবং অন্যের জীবন ও ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত করার ধারায় মামলা হয় তাঁর বিরুদ্ধে। যদিও গ্রেপ্তার হওয়ার পরে প্রিজ়ন ভ্যান থেকেই ঋতুপর্ণ বলেছিলেন, ‘বিরাট আমার ভগবান। ওঁর জন্য সব করতে পারি।’

    পুলিশ তদন্তে জানতে পারে, ঋতুপর্ণ চলতি বছরই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। শনিবার বন্ধুদের সঙ্গে ইডেনে এসেছিলেন তিনি। রবিবার যখন তাঁকে সিজেএম আদালতে তোলা হয় সেই সময়ে ঋতুপর্ণ বলেছিলেন, ‘আমি বিরাটের ফ্যান। আমার ছোটবেলার স্বপ্ন একবার তাঁর পা ছোঁয়ার।’ বিচারক বিজয়িতা দে এই তরুণকে পরামর্শ দিয়ে পাল্টা বলেন, ‘এটা কারও স্বপ্ন হতে পারে না! বিরাটের মতো হওয়ার চেষ্টা করো।’ সোমবার এই মামলায় জামিন পেয়েছে ঋতুপর্ণ। তবে ইডেন বা তার আশেপাশের এলাকায় আইপিএল চলাকালীন যেতে পারবেন না তিনি, স্পষ্ট নির্দেশ আদালতের।

  • Link to this news (এই সময়)