• অশোকনগরে শোরগোল, টাকা ধারের নামে এইসব! কেঁচো খুঁড়তে বেরিয়ে আসছে কেউটে
    এই সময় | ২৪ মার্চ ২০২৫
  • কিডনি পাচার চক্রে জড়িত থাকার সন্দেহে অশোকনগর থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিকাশ ঘোষ নামে এক ব্যক্তিকে হরিপুর ভৈরবতলা থেকে গ্রেপ্তার করা হয়। এর পরই এই ঘটনায় নয়া মোড়। এ বার নতুন তথ্য সামনে উঠে আসছে। সূত্রের খবর, সুদে টাকা ধার দেওয়ার নামে কিডনি পাচারের একাধিক ঘটনা ঘটিয়েছেন বিকাশ।

    এক মহিলা ইতিমধ্যেই অভিযোগ তুলেছেন, ৪০ হাজার টাকার জন্য কিডনি দিতে হয়েছিল তাঁকে। ওই মহিলা জানান, আর্থিক সমস্যায় পড়ে ৪০ হাজার টাকা ধার নিয়েছিলেন বিকাশ ঘোষ ওরফে শীতলের কাছ থেকে। পরিবর্তে সুদের দেড় লক্ষ টাকা ফেরতও দেন। কিন্তু তার পরও ধারের আসল টাকা ফেরাতে না পেরে বিকাশ তাঁকে কিডনি বিক্রি করে টাকা মেটানোর প্রস্তাব দেন।

    ওই মহিলার দাবি, কোনও ভাবেই টাকা মেটানোর ক্ষমতা তাঁর ছিল না। তাই কিডনি বিক্রি করতে বাধ্য হয়েছিলেন। এখন তিনিও চান শাস্তি পাক বিকাশ। প্রসঙ্গত, অশোকনগরের হরিপুরের এক ব্যক্তি দেনার দায়ে ডুবে বিকাশের কাছ থেকে ৬০ হাজার টাকা ধার নিয়েছিলেন। তাঁর দাবি, ধাপে ধাপে প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা সুদ দিয়েছিলেন তিনি। কিন্তু, আসল ৬০ হাজার টাকা দিতে না পারায় তাঁর উপর নিয়মিত চাপ সৃষ্টি করা হচ্ছিল। বিকাশ তাঁকে কিডনি বিক্রির পরামর্শ দেন। ওই ব্যক্তির স্ত্রী কিডনিও দেন।

    অভিযোগ, কিডনি দেওয়ার পরই বিকাশ ঘোষ ওই ব্যক্তির কাছ থেকে পাওনা ৬০ হাজার টাকার পরিবর্তে ২ লক্ষ টাকা দাবি করেন। ওই ব্যক্তি বুঝতে পারেন, কোনও একটা চক্রে পড়েছেন। এর পরই অশোকনগর থানায় অভিযোগ জানান।  ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত বিকাশ ঘোষ ওরফে শীতলকে গ্রেপ্তার করে পুলিশ। 

  • Link to this news (এই সময়)