• সেরার শিরোপা কলকাতা মেডিক্যাল কলেজের ঝুলিতে, দ্বিতীয় SSKM, ICMR-এর স্বীকৃতিতে শুভেচ্ছাবার্তা মমতার
    এই সময় | ২৫ মার্চ ২০২৫
  • রাজ্যের মুকুটে নয়া পালক। কলকাতা মেডিক্যাল কলেজকে পূর্ব ভারতের সেরা মেডিক্যাল গবেষণা প্রতিষ্ঠানের স্বীকৃতি দিল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এসএসকেএম হাসপাতাল। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে একটি পোস্ট শেয়ার করে এ কথা জানিয়েছেন। 

    এই মুহূর্তে লন্ডন সফরে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেখান থেকেই তিনি এই বার্তা দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আরও লেখেন, ‘আমি সবসময় মনে করে বাংলায় দেশের সেরা স্বাস্থ্য পরিকাঠামো রয়েছে, যা সকলের কাছে মডেল। আমাদের স্বাস্থ্য পরিষেবায় যে বিশ্বাস রয়েছে তা প্রতিষ্ঠিত করল এই স্বীকৃতি। জয় বাংলা।’ উল্লেখ্য, বাংলার হাসপাতাল এই স্বীকৃতি পাওয়ায় খুশি চিকিৎসক মহলও। 

    গত ২৫ ফেব্রুয়ারি ধনধান্য প্রেক্ষাগৃহে রাজ্যের সিনিয়র-জুনিয়র চিকিৎসক এবং চিকিৎসক পড়ুয়াদের নিয়ে আয়োজিত বিশেষ সভায় যোগ দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন কেন তিনি স্বাস্থ্য দপ্তরকে নিজের কাছে রাখেন। মমতা বন্দ্য়োপাধ্যায় বলেছিলেন, ‘একটাই কারণে নিজের কাছে স্বাস্থ্য বিভাগ রাখি, কারণ এ ক্ষেত্রে উন্নয়ন রাজ্যের একজন মন্ত্রীর পক্ষে সম্ভব নয়। এটা বিস্তীর্ণ এলাকা।’ 

  • Link to this news (এই সময়)