বেহালায় এক অটো চালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিল এক নাবালিকা। সেই মর্মে অভিযোগ দায়ের হয় পুলিশেও। কিন্তু এর পর থেকে সেই অটো চালককে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। শেষমেশ অভিযুক্তকে পাকড়াও করতে নাবালিকার বর্ণনা অনুযায়ী তার একটি পোট্রেট আঁকায় পুলিশ। সেই ছবির সূত্র ধরেই সোমবার গ্রেপ্তার করা হয় অটো চালককে।
গত মঙ্গলবার বেহালার শিলপাড়া মোড় থেকে ঠাকুরপুকুর বাজারের দিকে যাচ্ছিল অটোটি। অভিযোগ, সেই সময়েই অটো চালকের যৌন হেনস্থার শিকার হয় এক নাবালিকা। অটোতে নিয়ে যাওয়ার সময়ে নাবালিকাকে আপত্তিকর ভাবে স্পর্শ করা হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছিল পৌনে নটা নাগাদ। নাবালিকা বাড়িতে ফিরে পরিবারকে পুরো ঘটনাটি প্রসঙ্গে জানায়। তারই প্রেক্ষিতে থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার মা। যার প্রেক্ষিতে তদন্তে নামে ঠাকুরপুকুর থানার পুলিশ।
তদন্তে নেমে ওই এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা। কিন্তু তাতে বিশেষ সুবিধা হয়নি। এর পর অভিযুক্তকে ধরার জন্য পোট্রেট আঁকায় পুলিশ। আর সেই ছবির সূত্র ধরেই অভিযুক্তের খোঁজ শুরু হয়। আর তাতেই সাফল্য পায় পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে মূল অভিযুক্তকে। জানা গিয়েছে, চেতলা এলাকা থেকে অভিযুক্তের খোঁজ পাওয়া গিয়েছে।