• বন্ধ ঘর থেকে উদ্ধার কলেজ ছাত্রের দেহ, রহস্য শিলিগুড়িতে
    এই সময় | ২৫ মার্চ ২০২৫
  • শিলিগুড়ির মেয়র গৌতম দেবের বাড়ির ঠিক উল্টোদিকের একটি বহুতল থেকে সোমবার উদ্ধার হলো এক যুবকের পচাগলা দেহ। মৃত যুবকের নাম বিশাল সরকার (২২)। কলেজ পড়ুয়া বিশাল ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন। প্রাথমিকভাবে পুলিশ অনুমান করছে ওই যুবক আত্মহত্যা করেছেন। তদন্ত শুরু করেছে পুলিশ। 

    পুলিশ সূত্রে খবর, হুগলির ব্যান্ডেলের বাসিন্দা ওই কলেজ ছাত্র। কয়েক বছর আগে ওই ফ্ল্যাট ভাড়া নেন তিনি। প্রতিদিন সকালে কলেজ যেতেন। বিকেলে নিয়ম মাফিক কলেজ থেকে ফিরে ঘরে ঢুকে যেতেন। স্থানীয়দের দাবি, প্রতিবেশীদের সঙ্গেও তাঁর সুসম্পর্ক ছিল। শুক্রবার বন্ধুদের সঙ্গে শেষ বার তাঁর কথা হয়। 

    শিলিগুড়ির সেবক রোড এলাকার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম কলেজের ছাত্র ছিলেন বিশাল। এ দিন সকালে এক পরিচারিকা ফ্ল্যাটের পিছনের একটি গাছ থেকে ফুল পাড়তে গিয়ে দুর্গন্ধ পান। তখনই তাঁর সন্দেহ হয়। বাড়ির মালিককে বিষয়টি জানান ওই পরিচারিকা। পুলিশ এসে বন্ধ ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করে। 

    যে ফ্ল্যাটে বিশাল ভাড়া থাকতেন সেই ফ্ল্যাটের মালকিন মল্লিকা মুখোপাধ্যায় বলেন, ‘বিশাল নিজের মতো কলেজে যেত। ফিরে আসত। আমরা কোনওদিন কোনও গোলমাল দেখিনি। কাজের মেয়েটি ফুল তুলতে গিয়ে দুর্গন্ধ পেলে আমরা ভেবেছিলাম ইঁদুর মরেছে। বিশাল দরজা না খোলায় আমরা ভয় পেয়ে যাই। পুলিশকে খবর দেওয়া হয়। এ বার পুলিশই বলতে পারবে কী করে এমন হলো।’ বিশালের পরিবারকে খবর দেওয়া হয়েছে। গোটা ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। 

    তথ্য সহায়তা: সঞ্জয় চক্রবর্তী

  • Link to this news (এই সময়)