‘বিরাটকে বড্ড ভালবাসে, ওকে ক্ষমা করে দিক’, কোহলিকে প্রণাম করে গ্রেপ্তার হওয়ার পর আবেদন ঋতুপর্ণর মায়ের
আজকাল | ২৫ মার্চ ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আইপিএল চলাকালীন মাঠে ঢুকে বিরাট কোহলির পা ছুঁয়ে প্রণাম করার পরই ময়দান থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয় বছর আঠোরোর তরুণ ঋতুপর্ণ পাখিরা। ন্যায় সংহিতা আইনের অপরাধমূলক অনুপ্রেবেশের মামলা রুজু হয়েছে তার বিরুদ্ধে। শনিবার ইডেনে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচে সেই সময় ব্যাট করছিলেন বিরাট। অর্ধশতক পূর্ণ হবার পর মাঠের জি ব্লকের দিক থেকে ফেন্সিং টপকে ঢুকে পড়ে ঋতুপর্ণ। সোজা দৌড়ে গিয়ে বিরাট কোহলিকে প্রণাম করে। তাঁকে জড়িয়ে ধরে।
নিরাপত্তারক্ষীরা তাকে মাঠের বাইরে নিয়ে যান। পুলিশের মতে, এই ঘটনায় প্রশ্ন উঠেছে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে। উল্লেখ্য, পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের পারাতল গ্রামে বাড়ি ঋতুপর্ণদের। জানা গিয়েছে, খবর পেয়ে রবিবার কলকাতায় পৌঁছেছেন ঋতুপর্ণর বাবা মহাদেব পাখিরা। তাঁর কিছু জমি ও একটি ফলের দোকান আছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, খেলা দেখতে আসার আগে ঋতুপর্ণ মাকে বলেছিল, একবার গুরুদেবের দেখা পেলে পায়ে হাত দেব। জড়িয়ে ধরব। সেটা যে সত্যি সত্যিই সে করে ফেলবে বুঝতে পারেননি কেউই।
ঋতুপর্ণর মা কাকলি পাখিরা এবং দিদি প্রীতি পাখিরা জানান, ছোট থেকেই ক্রিকেট খেলে সে। প্রথমে জামালপুর এবং পরে কলকাতার বেলেঘাটায় ক্রিকেট কোচিং নিতে যায়। কাল বাড়িতে বলেই আইপিএল দেখতে গিয়েছিল তাদের বাড়ির ছেলে। সে যে এমন কাণ্ড ঘটিয়ে ফেলবে তা কেউই বুঝতে পারেননি। তাঁদের কথায়, ‘বিরাট কোহলি ও বাকি খেলোয়াড়রা ওকে ক্ষমা করে দিন। বিরাট ওর কাছে ভগবানের মত। আবেগে সে একটা ভুল করে ফেলেছে’। একই আবেদন তাঁরা জানিয়েছেন কলকাতা পুলিশের কাছেও। গ্রামবাসীদের মতে, এই ঘটনার পিছনে নাশকতা বা অসৎ উদ্দেশ্য নেই। খেলার প্রতি ভালবাসা থেকেই এই কাণ্ড ঘটিয়েছে সে। এখন ঘরের ছেলে ঘরে ফিরে আসুক এমনটাই চান সকলে।