• ডন কোরাস ডে'তে শতাধিক পক্ষীপ্রেমী রেকর্ড করলেন পাখির ডাক
    আজকাল | ২৫ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ভারতের তৃতীয় ডন কোরাস ডে-তে অংশ নিলো পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের পক্ষীপ্রেমীরা। রবিবার ভোরে বিভিন্ন প্রজাতির পাখির ডাক রেকর্ড করতে ভারতজুড়ে ১৩০ জনের বেশি পক্ষীপ্রেমী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এ বছর এই বিশেষ দিনটি পালন করে ২২৩ প্রজাতির পাখির ডাক রেকর্ড করা হয়।

    এই উদ্যোগটি নিয়েছে Birdwatchers’ Society (BWS) এবং Bird Count India-এর যৌথ সহযোগিতায়। প্রথমবার ২০২৩ সালে এটি পালিত হয়েছিল, যেখানে মাত্র ২৫ জন পক্ষীপ্রেমী অংশ নিয়েছিলেন। এবার পশ্চিমবঙ্গ থেকে অংশ নেন ৭০ জন, যারা মূলত লাভা ও দার্জিলিং সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে পাখির ডাক রেকর্ড করেন।

    BWS-এর সুজন চ্যাটার্জি জানিয়েছেন, “এটি একটি গুরুত্বপূর্ণ নাগরিক বিজ্ঞান উদ্যোগ। এটির মাধ্যমে কোনো একটি নির্দিষ্ট এলাকায় পাখির উপস্থিতি ও বিস্তার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। দীর্ঘ সময় ধরে এই ডাক রেকর্ড করলে নতুন প্রজাতির পাখির আগমন সম্পর্কেও ধারণা পাওয়া যায়।”

    এ বছর পশ্চিমবঙ্গের পক্ষীপ্রেমীরা কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, হুগলি, নদিয়া, ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর থেকে পাখির ডাক সংগ্রহ করেন। কলকাতার পক্ষীপ্রেমীরা সল্ট লেক ও রবীন্দ্র সরোবরে পাখিদের ডাক রেকর্ড করেন।

    ভারতের অন্যান্য রাজ্য যেমন আসাম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, দিল্লি, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র প্রভৃতি স্থানেও এই রেকর্ডিং প্রক্রিয়া চলেছে।

    BWS-এর অন্যতম সদস্য বিশিষ্ট  চিকিৎসক কনাদ বৈদ্য জানিয়েছেন, “আগামী বছর থেকে ডন কোরাস ডে'টি উৎসর্গ করা হবে বিখ্যাত পক্ষী পর্যবেক্ষক সুমিত কুমার সেন-এর নামে। মার্চ মাসের দ্বিতীয় রবিবার এই কর্মসূচি নেওয়া হবে।”
  • Link to this news (আজকাল)