চরম অর্থাভাব, সঙ্গে পাওনাদারদের চাপ, হতাশায় চরম পদক্ষেপ মুর্শিদাবাদের যুবকের
আজকাল | ২৫ মার্চ ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: পাওনাদারদের টাকা সময় মতো শোধ করতে না পেরে মানসিক অবসাদে আত্মঘাতী হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার অন্তর্গত স্বরূপপুর-হাজীপাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম দিলওয়ার হোসেন (৩১)।
রবিবার রাতে দিলওয়ারের পরিবারের লোকেরা কিছু কাজের জন্য বাড়িতে ছিলেন না। সেই সময় বাড়ির একটি ঘরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন দিলওয়ার। বাড়ি ফিরে আসার পর পরিবারের লোকেরা ঘটনাটি দেখতে পেয়ে হরিহরপাড়া থানায় খবর দিলে, পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
আশাবুদ্দিন শেখ নামে মৃত ওই যুবকের এক আত্মীয় জানান, বছর পাঁচেক আগে বিয়ে হয়েছিল দিলওয়ারের। পরিবারের আর্থিক হাল ফেরানোর জন্য বিয়ের পর গ্রামে একটি দোকান ঘর ভাড়া নিয়ে সেখানে একটি 'অনলাইন স্টোর' চালু করেছিলেন দিলওয়ার। তিনি জানান, দোকানে নতুন জিনিসপত্র কিনতে এবং দোকান সাজাতে বিভিন্ন ব্যক্তির কাছে চড়া সুদে ঋণ নিয়েছিলেন দিলওয়ার। কিন্তু নির্দিষ্ট সময়ে মধ্যে দিলওয়ার ঋণ শোধ করতে না পারায়, যে সমস্ত ব্যক্তির কাছ থেকে দিলওয়ার টাকা ধার নিয়েছিলেন, তাঁরা বারবার বাড়িতে এসে টাকা শোধ করার জন্য চাপ দিচ্ছিলেন।
সূত্রের খবর, অনলাইন স্টোরটি ঠিকমতো না চলায় দিলওয়ার টাকা পরিশোধ করতে পারছিলেন না। রবিবার রাতে পরিবারের লোকেরা বাড়িতে না থাকার সুযোগে মানসিক অবসাদে চরম পদক্ষেপ বেছে নেন ওই যুবক। এই ঘটনার শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রাম জুড়ে।