• লেভেল ক্রসিংয়ে দাঁড়িয়ে রইল মালগাড়ি, আটকে গেল দু' দিকের যাতায়াত, তারপর?
    আজকাল | ২৫ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা পরিবহনকারী একটি মালগাড়িতে মনিগ্রাম রেলগেটের কাছে হঠাৎ যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় ব্যাপক  ভোগান্তির মধ্যে পড়লেন সাগরদিঘি ব্লকের সাধারণ মানুষ। 

    সোমবার দুপুর নাগাদ সাগরদিঘি  তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা নিয়ে যাওয়ার সময় মনিগ্রাম রেলস্টেশন সংলগ্ন রেল গেটের কাছে ওই মালগাড়িটি দাঁড়িয়ে পড়ে। তার ফলে গেটম্যানের পক্ষে রেলগেট খোলা সম্ভব হয়নি। রেল লাইনের দু'পারে অ্যাম্বুলেন্স সহ বহু গাড়ি দাঁড়িয়ে যায়। ঘন্টাখানেক পর যান্ত্রিক ত্রুটি ঠিক হওয়ায় মালগাড়িটি গন্তব্যের দিকে রওনা দেয়। 

    স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রায় ৩০ টির বেশি ওয়াগান নিয়ে মালগাড়িটি মালদা-আজিমগঞ্জ লাইন ধরে সাগরদিঘির দিকে আসছিল। তাপবিদ্যুৎ কেন্দ্রের ঢোকার কিছুটা আগে মনিগ্রাম স্টেশনের কাছে হটাৎই সেটি দাঁড়িয়ে পড়ে। ফলে দু'দিক থেকে যাতায়াত বন্ধ হয়ে যায়। দীর্ঘক্ষণ এই অচলাবস্থা চলার জন্য অধৈর্য হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। 

    প্রসেনজিৎ ঘোষ নামে স্থানীয় এক বাসিন্দা জানান,'হতে পারে কয়লার পরিমাণ বেশি থাকার জন্য ইঞ্জিনের পক্ষে টেনে নিয়ে যাওয়া অসুবিধা হচ্ছিল। সে কারণেই হয়ত মনিগ্রামের কাছে এসে ইঞ্জিনটিতে এই কারণে কিছু সমস্যা দেখা দিয়েছিল বলে আমাদের ধারণা।' প্রায় ঘন্টা খানেক লাইনের উপর  মালগাড়িটি দাঁড়িয়ে থাকে। পরবর্তীকালে যান্ত্রিক ত্রুটি  মেরামত হলে গন্তব্যের দিকে মালগাড়িটি রওনা হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বেশিরভাগ সময় একটি ইঞ্জিনের মাধ্যমে সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা ভর্তি ওয়াগানগুলো নিয়ে আসা হয়। কয়লার ওজন অত্যন্ত বেশি হওয়ার কারণে একটি ইঞ্জিনের পক্ষে ওয়াগানগুলোকে অনেক সময়ই টেনে নিয়ে যাওয়া সম্ভব হয় না।
  • Link to this news (আজকাল)