মিল্টন সেন,হুগলি: ‘প্রাথমিক কাজ স্বাস্থ্য। আমার সংসদ এলাকার হাসপাতালগুলির পরিকাঠামো উন্নয়ন করব। তবে চিকিৎসকের যথেষ্ট অভাব রয়েছে। সেটা কীভাবে দূর করা যায় তা দেখা হচ্ছে।‘ সোমবার দুপুরে হুগলি জেলা শাসকের সঙ্গে স্বাস্থ্য বিষয়ক এক বৈঠক শেষে এই মন্তব্য করেছেন হুগলির সাংসদ রচনা ব্যানার্জি।
বৈঠক শেষে বেরিয়ে এদিন সাংসদ বলেন স্বাস্থ্য নিয়ে কাজ তাঁর প্রথম প্রায়োরিটি। বললেন, ‘’অভিষেক ব্যানার্জি তাঁর আইনকন, গাইড। উনি আমাদের পথ দেখাচ্ছেন। দিশা দেখাচ্ছেন।একই সঙ্গে বলেন, ‘সেই পথ হয়ত আমরা অতিক্রম করতে পারব না। কিন্তু তার সিকি ভাগও যদি করতে পারি, সেটাও অনেক। নিশ্চিত ভাবে তিনি একজন গাইড।‘
জেলায় স্বাস্থ্য পরিষেবায় চিকিৎসকের অভাব রয়েছে জানিয়ে সাংসদ বলেন, হাসপাতাল বাড়ানো হবে, বাড়ানো হবে শয্যা সংখ্যা। হাসপাতালে যন্ত্রপাতি দেওয়া হবে। পরিকাঠামো উন্নয়ন হবে। তবে মূল লক্ষ্য চিকিৎসকের সংখ্যা বাড়ানো, সেকথাও বারবার মনে করান তিনি।
বলেন, ’গতবার যখন প্রচার করেছি তখন খুব গরম ছিল। এখনও সেই গরম পড়ে নি।‘ হিসেব অনুযায়ী ২৬-এর বিধানসভা ভোট হবে ব্যাপক গরমের মাঝেই। সেই সময় কীভাবে চলবে রোদ মাথায় নিয়ে প্রচারছবি পার্থ রাহা।