• থানা চত্বরে যুবকের ঝুলন্ত দেহ, সালিশি সভা ঘিরে প্রশ্ন
    আজকাল | ২৫ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বীরভূমের সাঁইথিয়া থানা চত্বর থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। মৃতের নাম সুবীর লেট (২৪)। তিনি রামপুরহাটের বামনি গ্রামের বাসিন্দা। প্রাথমিকভাবে সালিশি সভাকে ঘিরে আত্মহত্যার সম্ভাবনা উঠে এলেও গোটা বিষয়টি এখনও স্পষ্ট নয়।

    জানা গিয়েছে, সোমবার দুপুর ১২টা নাগাদ সাঁইথিয়া থানা চত্বরের একটি টিনের শেডে ঝুলন্ত অবস্থায় যুবককে দেখতে পান সিভিক ভলান্টিয়াররা। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে সাঁইথিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

    সূত্রের খবর, আজমল শেখ নামে এক ব্যক্তি থানা চত্বরেই নাকি নিয়মিত সালিশি সভার আয়োজন করতেন বিভিন্ন সমস্যা মেটাতে। সুবীরের কোনও ব্যক্তিগত সমস্যা নিয়েও এমনই একটি সালিশি সভার আয়োজন করা হয়েছিল। অনুমান, সেই মীমাংসা পছন্দ হয়নি যুবকের।

    তবে গোটা ঘটনায় বেশ কিছু প্রশ্ন উঠেছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে থানা চত্বরে সালিশি সভা চললেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি কেন? যদিও পুলিশের দাবি, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

    সত্যিই কি সালিশি সভার রায় মানতে না পেরে অবসাদে আত্মহত্যার পথ বেছে নিলেন সুবীর, নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও রহস্য? প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।
  • Link to this news (আজকাল)