আজকাল ওয়েবডেস্ক: ২০২২ সালে পুর ভোটে ৩৪ ওয়ার্ড বিশিষ্ট উত্তর দমদম পুরসভার ৩৩ টি ওয়ার্ড তৃণমূলের দখলে যায়। ১৫নং ওয়ার্ড জিতে নেয় সিপিআইএম। দীর্ঘ ৩ বছর সেই ওয়ার্ডের কাউন্সিলর সন্ধ্যা রানী মণ্ডল সিপিআই এম দলের অন্তরে থেকে কাজ করেছিলেন। রবিবার ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর সন্ধ্যা রানী মণ্ডল তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এদিন রাজ্যের মন্ত্রী স্থানীয় বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। যোগ দিয়ে দল ত্যাগী সিপিআই এম কাউন্সিলর জানান, তার কাজ করতে অসুবিধা হচ্ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা সকলের জন্য কাজ করার জন্য তার তৃণমূল যোগদান। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, উনি আমাদের দলে যোগ দেওয়ার জন্য আবেদন করেছিলেন। মুখ্যমন্ত্রীর অনুমতি সাপেক্ষ তাকে দলে যোগদান করানো হলো। এই যোগদানের ফলে উত্তর দমদম পুরসভা বিরোধী শূন্য হলো।