• 'শুভেন্দু যখন তৃণমূলে ছিলেন, তখন টাকা তুলতেন'!
    ২৪ ঘন্টা | ২৫ মার্চ ২০২৫
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিজেপি ছেড়ে এবার তৃণমূলে। 'শুভেন্দু যখন তৃণমূলে ছিলেন, তখন টাকা তুলতেন', বিস্ফোরক হলদিয়া বিধায়ক তাপসী মণ্ডল। বললেন, 'হলদিয়ার ব্যবসায়ী, ঠিকাদার থেকে এখনও টাকা তোলেন'।

    তাপসী বলেন, হলদিয়ার মানুষ জানে, 'উনি(শুভেন্দু) যখন তৃণমূলে ছিলেন, তখনও হলদিয়া থেকে টাকা তুলতেন। টাকা নিয়ে যেতেন। হলদিয়ায় শিল্পপতি যাঁরা আছেন, ছোট ব্যবসায়ী যাঁরা আছেন, ঠিকাদার যাঁরা আছেন। এখনও তাঁদের কাছ থেকে টাকা তোলেন'।

    ২০১৬ সালের বিধানসভা ভোটে হলদিয়া থেকে জিতেছিলেন তাপসী মণ্ডল। তখন তিনি ছিলেন কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী। এরপর একুশে বিধানসভা ভোটের আগে শুভেন্দু অধিকারীর হাত ধরে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেন তাপসী। বস্তুত, হলদিয়া থেকে বিজেপি প্রার্থী হিসেবে ফের জেতেনও। 

    সামনে আরও একটি বিধানসভা ভোটে। ছাব্বিশে আগে ফের দলবদল করলেন তাপসী। গত ১০ মার্চ আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিয়েছেন তিনি। যোগদানের ৩ দিনের মাথায় WBDU-র চেয়ারম্যান দায়িত্বও পেয়েছেন হলদিয়ার বিধায়ক।

    এদিকে তৃণমূলে গিয়ে ফের নিজের পুরনো দলেই ফিরলেন পূর্ব মেদিনীপুরের রামনগরের বিজেপি নেতা সঞ্জয় গারু।  শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি, 'গড় গড়ই থাকে। লোকসভায় প্রমাণ করেছি, বিধানসভায় প্রমাণ করব'।

  • Link to this news (২৪ ঘন্টা)