• শিলিগড়ির ফ্ল্যাটে হুগলির যুবকের পচাগলা দেহ! আত্মহত্যা নাকি অন্য কিছু? ঘনাচ্ছে রহস্য
    প্রতিদিন | ২৫ মার্চ ২০২৫
  • অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: শিলিগুড়ির মেয়র গৌতম দেবের বাড়ির পাশে ভয়ংকর কাণ্ড। ফ্ল্য়াট থেকে উদ্ধার হুগলির যুবকের পচাগলা দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। কীভাবে মৃত্যু হল যুবকের? আত্মহত্যা নাকি অন্য কিছু? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

    জানা গিয়েছে, হুগলির ব্যান্ডেলের বাসিন্দা ওই যুবক। তাঁর নাম বিশাল সরকার। পড়াশোনার জন্য শিলিগুড়িতে যান তিনি। কলেজ পাড়ার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন ওই যুবক। সূত্রের খবর, শুক্রবার শেষ বন্ধুদের সঙ্গে কথা বলেছিলেন তিনি। এরপর থেকে তার সঙ্গে আর কেউ নাকি যোগাযোগ করতে পারেননি। এদিকে আশপাশের ফ্ল্যাটের বাসিন্দারাও তাঁকে দেখতে পাননি। প্রথমে সন্দেহ না হলেও সোমবার সকালে দুর্গন্ধ পান তাঁরা। এতেই খটকা লাগে। এরপরই শিলিগুড়ি থানায় খবর দেন বিশালের প্রতিবেশীরা।

    পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাডাকি করলেও লাভ হয়নি। এরপর দরজা ভাঙতেই ভয়ংকর দৃশ্য। ঘর থেকে উদ্ধার হয় যুবকের পচাগলা দেহ। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কিন্তু কীভাবে মৃত্যু? আত্মহত্যা নাকি অন্য কিছু? নেপথ্যের কারণ কী? এই সবপ্রশ্নের উত্তর পেতে তদন্ত শুরু করেছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)