কুৎসার জবাবে সেরার সেরা তকমা! কেন্দ্রীয় শিরোপা পেল বাংলার দুই হাসপাতাল, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী
প্রতিদিন | ২৫ মার্চ ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেরার সেরা শিরোপা বাংলার দুই মেডিক্যাল কলেজ হাসপাতালের! এক্স হ্যান্ডেলে জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসা গবেষণার ক্ষেত্রে সেরা প্রতিষ্ঠানের শিরোপা পেয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ। কেন্দ্রীয় চিকিৎসা গবেষণা সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ তথা আইসিএমআর-এর বিচারে পিজি, এনআরএস ও আর জি কর-কে টপকে সেরা মেডিক্যাল কলেজ হাসপাতালের তকমা পেল কলকাতা মেডিক্যাল কলেজ। ফলে আগামী তিনবছর ধরে মোট ৫ কোটি টাকা আর্থিক সাহায্য পাবে কেন্দ্র থেকে। এরমধ্যে প্রথম দফার এক কোটি টাকা ইতিমধ্যেই চলে এসেছে। এদিকে যক্ষ্মা চিকিৎসার ক্ষেত্রেও বাংলার ভূমিকার প্রশংসা করেছে কেন্দ্র।