অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতার আমন্ত্রণ, শিল্প বৈঠক-সহ একাধিক কর্মসূচিতে লন্ডন সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে লন্ডনের রাস্তায় চেনা মেজাজে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। মার্চের শেষে ব্রিটেনের এই প্রসিদ্ধ শহরের তাপমাত্রা ১২-১৩ ডিগ্রির কাছে ঘোরাফেরা করছে। তবে এ দিন সকাল থেকেই রোদ ঝলমলে পরিবেশ। ভোরবেলা উঠেই অভ্যাসমতো লন্ডনের রাস্তায় মর্নিংওয়াক করলেন তিনি।
মুখ্যমন্ত্রীর ফেসবুক হ্যান্ডলে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। সেখানেই দেখা গিয়েছে, অন্যান্য সফরসঙ্গীদের সঙ্গে মর্নিং ওয়াক করছেন তিনি। মাঝে কিছুটা ‘জগিং’ও করে নেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর শরীরচর্চার কথা প্রায় সকলেরই জানা। প্রশাসনিক কাজ সামলে দিনের কিছুটা সময় শরীরচর্চা করা তাঁর নিয়মিত রুটিনে থাকে। বিদেশ সফরে গিয়ে সেই অভ্যাসে ছেদ পড়েনি।
মমতা ফেসবুকে লেখেন, ‘বাংলার সঙ্গে ব্রিটেনের শতাব্দী প্রাচীন সম্পর্ক রয়েছে। যার মূলে রয়েছে ইতিহাস, সংস্কৃতি এবং বাণিজ্য। গতকাল লন্ডনে অবতরণ করার সঙ্গে সঙ্গে আমরা এমন একটি শহরে পা রাখলাম, যা কলকাতার মতোই তার অতীতের ভার বহন করছে এবং বর্তমানের গতিশীলতাকে আলিঙ্গন করছে।’
সোমবার বিকেলে ভারতীয় হাই কমিশনে বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর শিল্প বৈঠক রয়েছে। পরের দিন সরকারি স্তরে বৈঠক হওয়ার কথা। বৃহস্পতিবারই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে মুখ্যমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা রয়েছে। মূলত, সামাজিক উন্নয়ন, নারী ক্ষমতায়ন-সহ একাধিক বিষয়ে তাঁর বকর্তৃত্ব দেওয়ার কথা রয়েছে।
মোট ছ’দিনের সফরে শনিবার কলকাতা থেকে লন্ডনের উদ্দেশে উড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লন্ডন সফরে তাঁর সঙ্গে রয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, মুখ্যমন্ত্রীর দপ্তরের বিশেষ সচিব গৌতম সান্যাল, শিল্প সচিব বন্দনা যাদব, ডাইরেক্টর অফ সিকিওরিটি পীযূষ পাণ্ডে। এছাড়াও WBTC-এর আধিকারিকরা, কয়েকজন শিল্পপতি রয়েছেন মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হয়ে।