• স্বামীর ক্যান্সার সারাতে ভুয়ো তান্ত্রিকে ভরসা, সোনার বালা খোয়ালেন ভজরামপুরের মহিলা
    এই সময় | ২৫ মার্চ ২০২৫
  • ‘মৃত মানুষের খুলিতে মাখানো সিঁদুর সোনার বালায় করে শরীরে বোলালেই গায়েব হবে ক্যান্সার’, বুঝিয়েছিল ছদ্মবেশী তান্ত্রিক। আর তা বিশ্বাস করে সোনার বালা খোয়ালেন এক মহিলা। সোমবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভজরামপুরে। 

    এই গ্রামের বাসিন্দা দিলীপ মণ্ডল দীর্ঘদিন ধরে কর্কট রোগে আক্রান্ত। এলাকার পরিচিতরা বিষয়টি সম্পর্কে অবগত। তাঁর পরিবারের সদস্যরাও মরিয়াভাবে এই রোগ নিরাময়ের জন্য চেষ্টা করছেন। আর সেই দুর্বলতার সুযোগ নিল এক ছদ্মবেশী তান্ত্রিক। 

    সোমবার সকালে এক অপরিচিত ব্যক্তি তান্ত্রিকের বেশে এসে দিলীপ মণ্ডলের স্ত্রী অন্নপূর্ণাকে জানান, একটি সোনার বালাতেই সেরে উঠবেন তাঁর স্বামী। স্বামীর প্রাণ বাঁচানোর জন্য ওই তান্ত্রিকের কথা বিশ্বাস করেন অন্নপূর্ণা। নিজের হাতের সোনার বালা খুলে তিনি তান্ত্রিককে দেন। এর পর সেই বালাগুলি নিয়ে পুজো দিতে যাওয়ার ভান করেন ওই ব্যক্তি। কিন্তু সোনার বালা নিয়ে গেলেও তিনি আর ফেরত আসেননি। দীর্ঘ সময় কেটে যাওয়ার পর বিষয়টি প্রতিবেশীদের জানান অন্নপূর্ণা। এর পর পুলিশে অভিযোগ জানানো হয়। 

    গত শুক্রবার হরিহরপুরের শ্রীপুরে এক নিঃসন্তান মহিলাকে সন্তান লাভের আশা দেখিয়ে হাতিয়ে নেওয়া হয় সোনার গয়না। এই দুটি ঘটনায় এলাকায় স্থানীয় গ্রামবাসী। এই ঘটনাগুলির নেপথ্যে কি একই ব্যক্তির হাত? উত্তর খুঁজতে তদন্তে নেমেছে পুলিশ। সিসিটিভি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। এই ধরনের প্রতারণা চক্রের ফাঁদে যাতে সাধারণ মানুষ না পড়েন সে জন্য সচেতন করা হবে বলেও জানাচ্ছে স্থানীয় প্রশাসন। 

  • Link to this news (এই সময়)