মাস খানেক আগেই কলকাতার ট্যাংরার ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্যকে। বিপুল টাকা ঋণগ্রস্ত হয়েই পরিবারের দুই বউ ও এক নাবালিকাকে খুন করা হয়েছিল? কলকাতার ট্যাংরা কাণ্ডের তদন্ত এখনও চলছে। পাওনাদারদের হাত থেকে বাঁচতে এ বার আত্মঘাতী হওয়ার ঘটনা মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়ায়। মৃত ব্যক্তির নাম দিলওয়ার হোসেন (৩১)।
মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার স্বরূপপুরের বাসিন্দা ওই যুবক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার রাতে দিলওয়ারের পরিবারের সদস্যরা কেউ বাড়িতে ছিলেন না। সেই সুযোগ গ্রহণ করেই ঘরের মধ্যে গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন দিলওয়ার।
দিলওয়ারের পরিবারের লোকজন বাড়ি ফিরে এই ঘটনা দেখে হরিহরপাড়া থানায় খবর দেন। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতের এক আত্মীয় আসাবুদ্দিন সরদার জানান, পাঁচ-ছ'বছর আগে দিলওয়ারের বিয়ে হয়। এর পরে গ্রামে ঘর ভাড়া নিয়ে সে কম্পিউটার ও ফটোকপি মেশিনের দোকান করেছিল। ওই দোকান চালাতে বিভিন্ন জনের কাছে চড়া সুদে ঋণ নিয়েছিল বলে এখন জানতে পারছি। ওই ঋণ শোধ করতে না পারার কারণেই অবসাদ থেকে আত্মঘাতী হয়েছে বলে মনে হচ্ছে।
পুলিশ জানিয়েছে, যাদের কাছ থেকে দিলওয়ার টাকা ধার নিয়েছিলেন, তাঁরা পাওনা আদায়ের জন্য বাড়িতে চাপ সৃষ্টি করছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। ওই চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন বলেই মনে করা হচ্ছে। ওই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের তদন্ত শুরু হয়েছে।