• পূর্বস্থলীর পর বাঘনাপাড়া, ছাত্রীদের সঙ্গে অশালীনতার অভিযোগে তুমুল বিক্ষোভ স্কুলে
    এই সময় | ২৫ মার্চ ২০২৫
  • পূর্বস্থলীর পর এ বার কালনা বাঘনাপাড়া সি কে ডি উচ্চ বালিকা বিদ্যালয়ের এক ক্লার্কের বিরুদ্ধে অশালীনতার অভিযোগ ছাত্রীদের। এই ঘটনার জেরে স্কুল খোলার পরেরই দফায় দফায় বিক্ষোভ। ঘটনাস্থলে কালনা থানার পুলিশ।

    পুলিশ সূত্রে খবর, কালনা ১ নং ব্লকের বাঘনাপাড়া সি কে ডি উচ্চ বালিকা বিদ্যালয়ে ক্লার্ক সুকুমার দাসের বিরুদ্ধে ছাত্রীদের নানা অছিলায় তাদের গায়ে হাত দেওয়ার অভিযোগ উঠেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ক্লার্ক।

    পাশাপাশি পড়ুয়াদের দাবি, বিষয়টি গত ১৫ দিন আগে স্কুলের প্রধান শিক্ষিকাকে জানালে, প্রধান শিক্ষিকা ছাত্রীদের বিষয়টি চেপে যেতে বলেন। দীর্ঘদিন ছুটি কাটিয়ে সোমবার স্কুলে যোগ দেওয়ার পরেই, শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ দেখান স্কুলের অন্য শিক্ষিকা, অভিভাবক ও পড়ুয়ারা।

    স্কুলের সহকারী শিক্ষিকাদের দাবি, স্কুলের প্রধান শিক্ষিকা বাকি শিক্ষিকাদের সঙ্গে কোন বিষয় নিয়ে আলোচনাই করেন না। সব সিদ্ধান্ত একাই নেন। সেই সঙ্গে এই ব্যাড টাচের গুরুতর অভিযোগ কন্যাশ্রীর যিনি নোডাল টিচার আছে তাকেও জানানো হয়নি।

    প্রধান শিক্ষিকা মিতা পাল বলেন, ‘সহকারী শিক্ষিকারা চক্রান্ত করে এই ঘটনাটি ঘটিয়েছেন।’ বিক্ষোভের পর স্কুলে একটি মিটিং হয়। উপস্থিত ছিলেন, প্রশাসনিক কর্মকর্তা, কালনা থানার পুলিশ। বৈঠক শেষে স্কুলের প্রধান শিক্ষিকা সংবাদ মাধ্যমকে জানালেন, ‘অভিযুক্ত ওই ক্লার্ক আর কোনদিনই স্কুলের ছাত্রীদের ঘরে যেতে পারবেন না। তাঁর বিরুদ্ধে ফের এইরকম অভিযোগ উঠলে, আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

  • Link to this news (এই সময়)