• 'চুরি' করার সময় আচমকাই হাত লেগে গেল হাইটেনশন তারে, ঝলসে মৃত্যু হল যুবকের
    আজকাল | ২৫ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: হাইটেনশন  তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক 'নেশাড়ু চোরের'। দাবি স্থানীয়দের। পুলিশ দেহটি উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত্যুর কারণ জানতে দেহটি ময়নাতদন্তের জন্য বারাসাত মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালের পাঠানো হয়েছে। পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম অভিজিৎ লাহা (৩৫)। তার আসল বাড়ি ডানকুনি এলাকায়। সম্প্রতি বিয়ে করে দেগঙ্গার  চাকলা এলাকায় শ্বশুর বাড়িতে থাকছিল।

    জানা গিয়েছে, দেগঙ্গা থানার হামাদামা এলাকায় রাতের অন্ধকারে ছাদে উঠে চুরি করতে গিয়েই এই বিপত্তি।  উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎবাহী তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ওই যুবকের। ঘটনায় সাতসকালে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দেগঙ্গা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। বাড়ির মালিকের দাবি, এদিন সকালে তিনি ঘুম থেকে উঠে শোনেন বাড়ির পাশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদেহ পড়ে আছে। তাঁর অভিযোগ, ছাদে উঠে তার বাড়ি চুরির উদ্দেশ্য ছিল মৃতের। তার আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উপড়ে থেকে নিচে পড়ে যায় সে। অভিযুক্ত যুবক নেশা করত বলে জানিয়েছেন স্থানীয়রা। নেশার টাকা জোগাড় করার জন্যই এলাকায় চুরি করত বলে তাঁদের দাবি।
  • Link to this news (আজকাল)