'ভবিষ্যতের চাকরির অন্যতম ঠিকানা হতে চলেছে কলকাতা', লন্ডনে ভারতীয় হাইকমিশন থেকে বললেন মমতা...
আজকাল | ২৫ মার্চ ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: পূর্বপরিকল্পিত কর্মসূচি অনুযায়ী সোমবার বিকেলে লন্ডনে ভারতীয় হাইকমিশনে পৌঁছন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁকে স্বাগত জানান লন্ডনে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। সেখানে পৌঁছে মমতা হাইকমিশন ঘুরে দেখেন। এর পরেই একটি চা-চক্রে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। লন্ডনে তুলে ধরলেন রাজ্যের সাফল্যের খতিয়ান।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ''স্বাধীনতার পূর্বে ভারতের রাজধানী ছিল কলকাতা। এখন সংস্কৃতির রাজধানী কলকাতা। এখন ভারতের সেরা চাকরির ঠিকানা কলকাতা। দক্ষতার কেন্দ্রবিন্দু। বিনিয়োগের সেরা ঠিকানা কলকাতা। নারী ক্ষমতায়ন, ক্ষুদ্রশিল্পের সেরা ঠিকানা কলকাতা।'' তিনি আরও বলেন, ''তথ্য বলছে, ভবিষ্যতে চাকরির অন্যতম সেরা গন্তব্যস্থল হতে চলেছে কলকাতা।''
বাংলার মুখ্যমন্ত্রীর কথায়, কর্মসংস্থানের সেরা স্থান বাংলা। শিল্প স্থাপনের সেরা জায়গা এই রাজ্য। রাজ্যজুড়ে ক্ষুদ্র ও ছোট শিল্পে সেরা বাংলা। খড়গপুর আইআইটির মতো পড়ার জায়গা রয়েছে। নিউ টাউনে আইটি হাব তৈরি হচ্ছে। এছাড়াও তিনি বলেন, ''নারী ক্ষমতায়নের শীর্ষে বাংলা।'' ভারত এবং ব্রিটেনের দীর্ঘ সম্পর্কের কথাও উল্লেখ করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, নিউটাউনে এডুকেশন হাব গড়ে তোলা হচ্ছে। সকলকে জমি দেওয়া হবে সেখানে। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) হাব হিসেবে গড়ে তোলা হচ্ছে কলকাতাকে। ডেটা সেন্টার তৈরি হচ্ছে। হাইড পার্কের ঘোরার কথা বলতে গিয়ে ইকো পার্কের কথা উল্লেখ করেন তিনি। এর পাশাপাশি মাদার ওয়াক্স মিউজিয়ামের কথা উল্লেখ করেন।
এদিনের সাংবাদিক মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, লন্ডনে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী এবং তাঁর স্ত্রী। যিনি আবার বাঙালিও। উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সংবাদমাধ্যমে সম্পাদক এবং বিভিন্ন নামী ব্যবসায়ীরা।