অল্পের জন্য রক্ষা পেলেন হিমাচল প্রদেশের উপ মুখ্যমন্ত্রী মুকেশ অগ্নিহোত্রী। মঙ্গলবার সকালে শিমলার জুব্বারহাট্টি বিমানবন্দরে অবতরণের সময় অ্যালিয়েন্স এয়ারের ৪২ আসনের এয়ারক্র্যাফ্টটির টাকা আচমকা ফেটে যায়। তার জেরে পাইলটকে এমারজেন্সি ব্রেক কষতে হয়। রানওয়ের একবারে শেষপ্রান্তে পৌঁছে যায় ওই এয়ারক্র্য়াফ্ট। আর একটু হলেই বিমানটি রানওয়ে ছেড়ে বেরিয়ে যেত বলে সূত্রের খবর। এ দিন সকালে ওই উড়ানে দিল্লি থেকে শিমলা ফিরছিলেন হিমাচলের উপ মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের ডিজি অতুল ভর্মা। উপ মুখ্যমন্ত্রী ও ডিজি ছাড়া ওই উড়ানে আরও ৩০ জন যাত্রী ছিলেন। সকলে নিরাপদে রয়েছেন বলে হিমাচল প্রশাসন সূত্রে খবর।
ইন্টালিজেন্স ব্যুরোর এক মহিলা অফিসারের দেহ উদ্ধার হলো কেরালার রেললাইন থেকে। জানা গিয়েছে মহিলার নাম মেঘা (২৪)। তিরুবনন্তপুরমের চক্কা এলাকায় রেললাইনের উপর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। রেল পুলিশ দেহ উদ্ধার করে সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
কমেডিয়ান কুণাল কামরা মন্তব্য নিয়ে এ বার মুখ খুললেন মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তিনি বলেন, ‘রসিকতা বুঝি। তবে সব কিছুর একটা সীমা থাকা উচিত...।’
নিজের স্ট্যান্ড আপ কমেডি শো-তে মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে কটাক্ষ করে ‘গদ্দার’ বলেছিলেন কমেডিয়ান কুণাল কামরা। সেই নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে মহারাষ্ট্রের রাজনীতিতে। এ বার তাঁকে সমন পাঠাল মুম্বই পুলিশ।
মন্দিরতলা থেকে দ্বিতীয় হুগলি সেতু হয়ে কলকাতা আসার রাস্তা বন্ধ। কন্টেনার গাড়ি উল্টে বিপত্তি। নবান্নের অদূরে এই ঘটনা ঘটেছে।
মঙ্গলবার পুর ও নগরোন্নয়ন দপ্তরে হাওড়ার বেলগাছিয়ার পরিস্থিতি নিয়ে একটি বৈঠক ডাকা হয়েছে। হাওড়া ও বালি পুরসভার আধিকারিকরা থাকবেন।
আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে ক্যানাডার নির্বাচন। সেই নির্বাচনে নাক গলাতে পারে ভারত ও চিন। এমন রিপোর্টই প্রকাশ করেছে ক্যানাডার স্পাই এজেন্সি।
জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল নিউ জ়িল্যান্ড। উৎসস্থল রিভারটন উপকূল। তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৬.৮।
কুণাল কামরা তাঁকে ‘গদ্দার’ বলে কটাক্ষ করার ঘটনায় তোলপাড় মহারাষ্ট্র। এ বার মুখ খুললেন মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তাঁর কথায়, ‘আমি বালসাহেব ঠাকরের আদর্শ অনুসরণ করি। ৮০ শতাংশ সমাজসেবা এবং ২০ শতাংশ রাজনীতি।’
দিন ও রাতের তাপমাত্রা এখনও রয়েছে স্বাভাবিকের নীচে। সকাল ও সন্ধ্যায় মনোরম পরিবেশ রয়েছে। ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। বুধবার থেকে দক্ষিণবঙ্গে চড়চড়িয়ে পারদ বাড়বে বলে ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস। আপাতত বাংলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শুক্র-শনিবার উত্তরবঙ্গের উপরের দু’তিন জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।