• দিঘায় যান চলাচলে বড় পরিবর্তন, জগন্নাথ মন্দিরের গেট তৈরির জন্য ২০ দিন বন্ধ রাস্তা
    এই সময় | ২৫ মার্চ ২০২৫
  • দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন ঘিরে এখন যুদ্ধকালীন তৎপরতা। আগামী মাসেই উদ্বোধন হবে এই মন্দিরের। তার আগে এখন চলছে শেষ মুহূর্তের কাজ। এ বার জগন্নাথ মন্দিরের গেট তৈরির জন্য সোমবার রাত থেকে আগামী ২০ দিন বন্ধ থাকবে ১১৬ বি জাতীয় সড়ক। এর ফলে যান চলাচলে পড়বে প্রভাব।

    উদ্বোধনের দিন যতই এগিয়ে আসছে ততই যেন কাজের গতি ও প্রশাসনের তৎপরতা বেড়েই চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির পরিদর্শন করতে এসে ঘোষণা করেছিলেন মন্দিরের শোভা বাড়ানোর জন্য জগন্নাথ মন্দিরের গেট নির্মাণ-সহ এলাকাকে সুন্দরভাবে সাজাতে হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো দিঘার জগন্নাথ মন্দিরের সামনের রাস্তা ১১৬ বি জাতীয় সড়কের উপর গেট নির্মানের উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার মধ্যরাত থেকেই শুরু হয়ে গিয়েছে কাজ। আজ থেকে আগামী ২০ দিনের জন্য এই জাতীয় সড়ক দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

    কোন পথে যাতায়াত?

    রাস্তা বন্ধ থাকার ফলে দিঘায় এসে পর্যটকরা যাতে অসুবিধায় না পড়েন সেদিকেও খেয়াল রয়েছে প্রশাসনের। ওই পথে যাতায়াতকারী যানবাহনকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। যারা ওল্ড দিঘায় যাবেন, তাদের দিঘা গেটের কাছে নামতে হবে। তারপর অটো, টোটো ধরে বাকি রাস্তা যেতে হবে। অন্যদিকে, যারা নিউ দিঘা যাবেন। তাদের দিঘা গেট থেকে বাইপাসের রাস্তা ধরে যেতে হবে। এ ছাড়াও জগন্নাথ মন্দিরে পাশ থেকে ছোট রাস্তা দিয়ে ছোট গাড়ি যাতায়াত করতে পারবে।

    অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৮ তারিখ থেকে সৈকত শহরে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন। প্রায় ২০০ কোটি ব্যয়ে ২১৩ ফুট উচ্চতার এই জগন্নাথ ধাম ও সংস্কৃতি কেন্দ্রের দিকে বর্তমানে গোটা রাজ্যের মানুষ তাকিয়ে আছে। তাই এর উদ্বোধনী অনুষ্ঠান যে বেশ জমকালো হবে তা বলার অপেক্ষা রাখে না। অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও আরও একাধিক বিশিষ্ট জনেরা উপস্থিত থাকবেন।

  • Link to this news (এই সময়)