• আর জি কর: ফের বড় আন্দোলনের হুঁশিয়ারি
    আনন্দবাজার | ২৫ মার্চ ২০২৫
  • আর জি করে চিকিৎসক-পড়ুয়ার খুন ও ধর্ষণের ঘটনায় ন্যায় বিচারের দাবিতে আবারও রাস্তায় নামল চিকিৎসক ও নার্সদের সংগঠন।

    সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে গিয়ে স্মারকলিপি জমা দেন ওই সমস্ত সংগঠনের প্রতিনিধিরা। তার পর বাইরে বেরিয়ে তাঁরা হুঁশিয়ারি দেন, সিবিআই যথাযথ তদন্ত না করলে আবারও ১৪ অগস্টের মতো রাত দখলের কর্মসূচির পথে হাঁটবেন। ন্যায় বিচার ছিনিয়ে আনতে আন্দোলন আরও তীব্রতর হবে।

    বিক্ষোভকারীদের তরফে মেডিক্যাল সার্ভিস সেন্টারের রাজ্য সম্পাদক বিপ্লব চন্দ্র বলেন, “সঞ্জয় রায় ছাড়াও আর কারা ওই ঘটনায় জড়িত তা জানাতে সিবিআইয়ের সাপ্নিমেন্টারি চার্জশিট দেওয়ার কথা। তা এখনও হয়নি।” তিনি এ-ও বলেন, “ওই চিকিৎসক-পড়ুয়ার পরিবারের যন্ত্রণার কথা হাইকোর্ট উপলব্ধি করেছে। তাই তারা সিবিআইকে হলফনামা দিতে বলেছে। কিন্তু এ পর্যন্ত সিবিআই কিছুই করেনি। তারা শুধু সঞ্জয় রায়কে জেলে পুরে তদন্ত থেকে দায় ঝেড়ে ফেলতে চাইছে।”

    এ দিন মিছিল করে বিক্ষোভকারীরা পৌঁছন সিজিও কমপ্লেক্সের সামনে। যদিও বিধাননগর কমিশনারেটের তরফে সিজিও কমপ্লেক্সের গেটের সামনে গার্ডরেল দিয়ে ঘিরে রাখা ছিল। সেই ঘেরাটোপ পেরিয়ে যাওয়ার চেষ্টা করলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি হয়। পরে অবশ্য বিক্ষোভকারীদের পাঁচ জনের একটি দল সিজিও কমপ্লেক্সের ভিতরে ঢুকে সিবিআই দফতরে স্মারকলিপি জমা দেয়। পরে তাঁরা জানান, সিবিআইয়ের এক আধিকারিক তাঁদের স্মারকলিপি জমা নিয়ে জানিয়েছেন, তদন্তকারী আধিকারিক ও তাঁর দলের সকলেই এখন দিল্লিতে। তদন্ত যা করার ছিল, তা সিবিআইয়ের করা হয়ে গিয়েছে।

    এ দিকে, চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে পূর্ব বর্ধমানের ডেপুটি সিএমওএইচ (২) পদ থেকে দার্জিলিঙের যক্ষ্মা হাসপাতালে বদলির প্রতিবাদে সোমবার সন্ধ্যায় বর্ধমানের কার্জন গেটে একটি প্রতিবাদসভার আয়োজন হয়। সেখানে উপস্থিত ছিলেন আর জি কর হাসপাতালে নিহত পড়ুয়া-চিকিৎসকের বাবা-মা।
  • Link to this news (আনন্দবাজার)