• ভগবানের পা ছুঁয়েছে, এবার তাঁর মতো ক্রিকেটার হতে হবে, ছেলেকে নিয়ে স্বপ্ন ঋতুপর্ণের মা-বাবার...
    আজকাল | ২৫ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: চরম দুশ্চিন্তার মধ্যে কেটেছে দু'টি দিন। অবশেষে জামিন পেয়েছেন ঋতুপর্ণ পাখিরা। ইডেনে আইপিএল ম্যাচ চলাকালীন মাঠে প্রবেশ করে বিরাট কোহলির পা ছুঁয়ে প্রণাম করে গ্রেপ্তার হওয়া ছেলে ঋতুপর্ণ পাখিরা জামিন পেতেই সোমবার মা কাকলি পাখিরার প্রতিক্রিয়া, ''যে স্বপ্নপূরণের জন্য ছেলে জেল খাটলো, সেই স্বপ্ন ছেলেকে পূরণ করতেই হবে।'' জামিন মঞ্জুর করায় ব্যাঙ্কশাল আদালতের বিচারককে ধন্যবাদ জানিয়েছেন ঋতুপর্ণর পরিবার। 

    বাবা মহাদেব পাখিরা বলেন, ''আমার ছেলে ক্রিকেট পাগল। বিরাট কোহলিকে ও ভগবান ভাবে। আমার ছেলেও দেশের হয়ে ক্রিকেট খেলার স্বপ্ন দেখে। ছেলের স্বপ্নপূরণের জন্য আমি সমস্ত রকম ভাবে স্বার্থত্যাগ করতে প্রস্তুত। আমি চাইবো ছেলে ওঁর স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যাক।'' এই ঘটনার পর ভাই যাতে ক্রিকেট খেলা ছেড়ে না দেয় সেই ভয়ে রয়েছেন ঋতুপর্ণার দিদি প্রীতি পাখিরা। তিনি বলেন, "বড় ক্রিকেটার হওয়ার জন্য আমিও ভাইকে উৎসাহ যোগাবো।"

    ঈশ্বর যাতে সহায় হন, ছেলে যাতে জামিন পায় ইষ্ট দেবতার কাছে এই প্রার্থনা জানিয়ে সোমবার সকালেই বাড়ি থেকে বেরিয়ে ব্যাঙ্কশাল আদালতের উদ্দেশ্যে রওনা দেন ঋতুপর্ণর বাবা মহাদেব। তাঁর সঙ্গেই আদালতে পৌঁছন ঋতুপর্ণর অপর এক দিদি পৌলমি। জামিন পাওয়ার পর তাঁকে নিয়ে রাতেই বাড়ি ফেরেন দু'জনে। মা কাকলি দেবী বলেন, ''রাতেই ছেলে বাড়ি ফিরবে। ছেলে বিরাট কোহলিকে ভগবান ভাবে। ভগবানের পা ছুয়ে প্রণাম করার জন্য ছেলেকে যে এতটা শাস্তি পেতে হবে তা আগে ভাবিনি। তবে ছেলে তার ভগবানের পা ছুঁয়ে স্বপ্ন পূরণ করে ফেলেছে ঠিকই। এইবার ছেলেকে বিরাট কোহলির মত ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতে হবে। আমরা ওঁর পাশে থাকবো। যত কষ্টই হোক আমি আর আমার স্বামী ছেলের স্বপ্ন পূরণের সাথী হওয়ার চেষ্টা চালিয়ে যাব।''  
  • Link to this news (আজকাল)