ফের প্রকাশ্যে দক্ষিণ কলকাতায় বিজেপির গোষ্ঠীকোন্দল। দলীয় কর্মীদের হাতে নিগ্রহের শিকার হয়েছেন দক্ষিণ কলকাতার বিজেপি জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য ও তাঁর অনুগামীরা। রবিবারের এই ঘটনায় চরম অস্বস্তিতে ভারতীয় জনতা পার্টি।
ঠাকুরপুকুরের আনন্দনগর বাজার এলাকায় একটি সংবর্ধনা সভার আয়োজন করেছিল বিজেপি। সেখানে উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতার বিজেপি জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য। এই সভা চলাকালীন অন্য গোষ্ঠীর কয়েকজন বিজেপি কর্মী-সমর্থক সেখানে উপস্থিত হয়ে ঝামেলা তৈরির চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। সভায় তাঁরা প্রশ্ন তোলেন, কেন দীর্ঘদিনের কর্মীদের সক্রিয় সদস্যপদ দেওয়া হচ্ছে না? এই নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়।
কিছুক্ষণের মধ্যে সভায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই গোষ্ঠীর সমর্থকরা একে অপরের দিকে চেয়ার ছুড়তে শুরু করেন। এরপর অনুপম ভট্টাচার্যের অনুগামী হিসেবে পরিচিত দলেরই এক কর্মীর গায়ে কালি ছিটিয়ে দেওয়া হয়। বিজেপির সংবর্ধনা সভার পোস্টারেও কালি ছিটিয়ে দেন বিক্ষুব্ধরা। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রাজনৈতিক মহলে নিন্দার ঝড় উঠেছে। কটাক্ষ করতে ছাড়েনি শাসকদল তৃণমূল কংগ্রেসও। রবিবারের এই ঘটনার পর কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন দক্ষিণ কলকাতা জেলা বিজেপি সভাপতি।
সম্প্রতি, টাকার বিনিময়ে দলে পদ দেওয়া হয়েছে বলে দক্ষিণ কলকাতার একাধিক এলাকায় পোস্টার পড়েছিল। দক্ষিণ কলকাতার জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য ও জেলার জেনারেল সেক্রেটারি জিতেন্দ্র সিংয়ের ছবি দিয়ে তাঁদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন দলের বিক্ষুব্ধরা। এবার প্রকাশ্য সভায় বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। এর জেরে রাজনৈতিক মহলে উঠেছে নিন্দার ঝড়।