রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে খোদ উপাচার্যকে ঢুকতে না দেওয়ার মামলা জরুরি ভিত্তিতে শুনানির জন্য আবেদন গ্রহণ করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। দুপুর ২টোয় এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা। বিক্ষোভের জেরে ক্যাম্পাসে ঢুকতে না পেরে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য। সোমবার বিশ্বভারতীর জোড়াসাঁকো ক্যাম্পাসে ঢোকার সময় বিক্ষোভের মুখে পড়তে হয় ভারপ্রাপ্ত উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়কে। ভারপ্রাপ্ত উপাচার্যের অভিযোগ, নিজের ক্যাম্পাসেই ঢুকতে পারছেন না তিনি। পুলিশি নিরাপত্তা চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন মঙ্গলবার।
ভারপ্রাপ্ত উপাচার্যের তরফে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা দায়ের করার অনুমতিও চাওয়া হয়। তবে এই মামলা শোনার এক্তিয়ার তাঁর আদালতের নেই বলে জানান বিচারপতি ঘোষ। এর পরই বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে সে মামলার শুনানির আবেদন যায়।
প্রসঙ্গত, সোমবার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায় ও অন্তর্বর্তী রেজিস্ট্রার আশিস সামন্তের অপসারণের দাবিতে জোড়াসাঁকো ক্যাম্পাসে বিক্ষোভ দেখায় ওয়েবকুপা, তৃণমূল ছাত্র পরিষদ ও সারা বাংলা শিক্ষাবন্ধু সমিতি। ওয়েবকুপার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট দেবলীনা শেঠের দাবি, এই উপাচার্য ও রেজিস্ট্রারের কার্যকালের মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। তারপরও তাঁরা পদে রয়েছেন। এ নিয়ে অশান্ত হয় ক্যাম্পাস। এই ঘটনার রেশ ধরেই মঙ্গলবার হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।