• প্রতিবাদের মাশুল! বাড়িতে ঢুকে কিশোরীকে নগ্ন করে মারধর
    এই সময় | ২৫ মার্চ ২০২৫
  • এই সময়, মালদা: রাস্তাঘাটে যখন–তখন নাবালিকাকে ইভটিজ়িং করার অভিযোগ ছিল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। প্রতিবাদ করায় বাড়িতে ঢুকে নবম শ্রেণির ওই ছাত্রীকে নগ্ন করে মারধর ও ধর্ষণের চেষ্টার অভিযোগও উঠল তাঁর বিরুদ্ধে। অভিযোগ, মেয়েকে বাঁচাতে এসে হামলার শিকার হন নাবালিকার মা-ও। পুলিশকে না জানানোর জন্য রীতিমতো অস্ত্র হাতে ওই ছাত্রীর বাড়িতে নাকি হামলা চালান অভিযুক্ত যুবক ও তাঁর বাবা। আতঙ্কে বাড়ি ছেড়ে আত্মীয়ের বাড়িতে গা ঢাকা দিয়েছে নাবালিকা ও তার পরিবার।

    ঘটনাটি মালদার বামনগোলা থানার মদনাবতী গ্রাম পঞ্চায়েতের খোকসন এলাকায়। ছাত্রীর পরিবারের অভিযোগ, হোলির দিন, শনিবার দুপুরে এই ঘটনার পরে থানায় গেলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে। সোমবার দুপুরে ছাত্রী ও তার পরিবার পুলিশ সুপারকে লিখিত ভাবে ঘটনার কথা জানিয়েছে। পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন, বামনগোলা থানার পুলিশকে মামলা রুজু করার পাশাপাশি গোটা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

    অভিযোগে ছাত্রীর মা জানিয়েছেন, ১৫ মার্চ দুপুর তিনটে নাগাদ আচমকা প্রতাপ গুপ্ত বাড়িতে ঢুকে তাঁর মেয়ের মুখ চেপে ঘরে টেনে নিয়ে যায়। নগ্ন করে মেয়েকে মারধর এবং ধর্ষণের চেষ্টা করে। মেয়ের চিৎকার শুনে মা বাঁচাতে গেলে প্রতাপ তাঁকেও কিল, চড়, ঘুসি এবং লাথি মারে বলে অভিযোগ।

    মা বলেন, 'ছেলেটা বিরক্ত করত। মেয়ে প্রতিবাদ করেছিল। হোলির দিন এই কাণ্ড। তখন পালিয়ে গেলেও রাতে প্রতাপ ও তার বাবা জয়প্রকাশ বন্দুক হাতে বাড়িতে এসে খুনের হুমকি দেয়।' বামনগোলা থানার আইসি তরুণজ্যোতি রায় জানিয়েছেন, নির্দিষ্ট ধারায় মামলার রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। আপাতত ওই ছাত্রীর বাড়ির আশপাশে নজরদারি বাড়ানো হয়েছে।

  • Link to this news (এই সময়)