এই সময়: ইদের পরেই ৮,৭২৭ জন হকারকে হকার ভেন্ডিং লাইসেন্স দেওয়ার কাজ শুরু করবে কলকাতা পুরসভা। সোমবার টাউন ভেন্ডিং কমিটির (টিভিসি) বৈঠকের পরে এ কথা জানান হকার নিয়ন্ত্রণের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ তথা রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার। তিনি বলেন, 'যাঁদের ভেন্ডিং লাইসেন্স দেওয়া হবে, তাঁদের প্রত্যেকের নাম পুরসভার ওয়েবসাইটে প্রকাশ করা হবে।' এই দিনের বৈঠকে নিউ মার্কেটের হকার পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার ফুটপাথে হকারদের দখলদারি নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন। তার পরেই হকার নিয়ন্ত্রণে নেমে ছিল পুরসভা। নিউ মার্কেট, গড়িয়াহাট, হাতিবাগানে ফুটপাথ দখলমুক্ত করে একটি নির্দিষ্ট অংশে হকারদের বসানো হয়েছিল। সমীক্ষা করে ৫৪ হাজার হকারের একটি তালিকা নবান্নে পাঠিয়েছিল পুরসভা। কিন্তু ফের নিউ মার্কেটের ফুটপাথ হকারদের দখলে চলে গিয়েছে। নিয়ম লঙ্ঘন করে খোদ
পুরসভার নাকের ডগায় রাস্তায় হকার বসছে। হকার সংগ্রাম কমিটির নেতা শক্তিমান ঘোষ বলেন, 'নিউ মার্কেটে কিছুতেই নিয়ম মানছেন না হকারদের একাংশ। এ বার আদালতে যেতে হবে।'
তবে নিউ মার্কেটের সমস্যা মিটবে বলে আশাবাদী দেবাশিস কুমার 'প্রথম দফার হাকারদের ভেন্ডিং লাইসেন্স দেওয়ার কাজ শেষ হলে দ্বিতীয় দফায় আরও ছ'হাজার হকারকে ভেন্ডিং লাইসেন্স দেওয়া হবে। বাকি ৪০ হাজার হকারকেও ধাপে ধাপে ভেন্ডিং লাইসেন্স দেওয়া হবে।'