• প্রেমিকের ঘরে স্ত্রী, কাকুতি-মিনতি না শোনায় স্বামী যা করলেন রাতের অন্ধকারে, শিউরে উঠলেন পড়শিরা...
    আজকাল | ২৫ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: স্বামী, সন্তান, পরিবার ছেড়ে গিয়েছিলেন স্ত্রী। ছিলেন প্রেমিকের বাড়িতে। স্বামী বহুবার নাকি অনুরোধ করেছিলেন ঘরে ফেরার জন্য। কিন্তু তাতে কর্ণপাত করেননি যুবতী। রেগে গিয়ে যুবক যা করলেন, তাতে শিউরে উঠছে গোটা এলাকা।

    জানা গিয়েছে, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কে স্বামী আচমকা ধারালো অস্ত্র নিয়ে হাজির হয় স্ত্রীর প্রেমিকের বাড়িতে। কুপিয়ে খুন করেন স্ত্রীকে। নিজের পেটেও ধারাল অস্ত্রের কোপ বসান। চিৎকার শুনে পড়শিরা হাজির হলে, দেখেন রক্তারক্তি কাণ্ড। 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতার নাম দীপু মণ্ডল(২৮)। অভিযুক্ত স্বামীর নাম সুখদেব মন্ডল। স্থানীয় সূত্রে জানা যায়, বছর দশেক আগে গোপালনগর থানার ১৭ নম্বর রেলগেট এলাকার বাসিন্দা সুখদেবের সঙ্গে দীপুর বিয়ে হয়। দুই সন্তান রয়েছে তাঁদের। অভিযোগ, বছর কয়েক আগে বিবাহবহিভূত সম্পর্কে জড়িয়ে পড়েন দীপু । বছর দুয়েক আগে গোপালনগর থানার পাল্লা কামারপুরের বাসিন্দা প্রেমিক রতনে বাড়িতেই চলে যান। এরপর স্ত্রীকে ফেরাতে বারবার স্ত্রীর প্রেমিকের বাড়ি গেলেও ফেরেননি স্ত্রী। সোমবার রাতে ধারল অস্ত্র নিয়ে স্ত্রীর প্রেমিকের বাড়ি চড়াও হয়ে স্ত্রীকে খুন করে নিজের পেটে ছুরি মেরে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন সুখদেব। 

    স্থানীয়রা গোপালনগর থানায় খবর দিলে পুলিশ এসে স্বামী ও স্ত্রীকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা স্ত্রীকে মৃত বলে ঘোষণা করেন। স্বামীকে আশঙ্কাজনক অবস্থায় আরজিকরে রেফার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
  • Link to this news (আজকাল)