প্রেমিকের সঙ্গে রিলস বানিয়ে শেয়ার করছেন স্ত্রী, জীবিত বউয়ের শ্রাদ্ধ করলেন রেগে লাল স্বামী...
আজকাল | ২৫ মার্চ ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: স্বামী-স্ত্রীর সম্পর্কে ছেদ, স্ত্রী স্বামীকে ছেড়ে গিয়েছেন প্রেমিকের কাছে। তাতে প্রবল মনঃকষ্টে ভেঙে পড়েন স্বামী, করবেন কী! ভাবতে ভাবতেই সিদ্ধান্ত নেন। স্ত্রীকে চিরতরে ভুলে যাওয়ার এটাই নাকি সহজ উপায়। জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করলেন স্বামী! শুনতে অবাক লাগলেও ঘটল তাই। ঘটনার সাক্ষী থাকল হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের পরাশটলা গ্রামের মানুষ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিঃসন্তান দ্রৌপদী রায় (৩৫) দীর্ঘ উনিশ বছরের সংসার ছেড়ে, স্বামীকে ছেড়ে চলে যান প্রেমিকের সঙ্গে। আর তাতেই স্বামী অচিন্ত রায় গভীরভাবে মর্মাহত হয়ে পড়েন। তারপরেই সিদ্ধান্ত, স্ত্রীকে চিরতরে ভুলে যেতে এই শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করেন তিনি।
অচিন্ত পেশায় রাজমিস্ত্রি। নিঃসন্তান দম্পতি। উনিশ বছর আগে পার্শ্ববর্তী বরুই গ্রামের দ্রৌপদীর সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয় অচিন্তর। প্রায় দু’ দশকের মাথায় সম্পর্কে ছেদ পড়ে তো বটেই, জানা গিয়েছে ফেসবুকে প্রেমিকের সঙ্গে রিলস বানিয়ে স্বামীকে দেখানো চেষ্টা করেন, এমনকী স্বামীর হোয়াটসঅ্যাপে রিলস শেয়ারও করতেন।
তাতেই বেজায় চটেছেন স্বামী। স্ত্রীকে মৃত বলে ঘোষণা করে, তাঁর আত্মার শান্তির জন্য শ্রাদ্ধানুষ্ঠান করেন। স্বামী ও পরিবারের সদস্যরা মঙ্গলবার শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আগামী দিনে যাতে গ্রামে এই ধরনের আর কোনও ঘটনা না ঘটে তাই এই কাজ।পরিবারের এক সদস্য আশালতা রায় জানিয়েছেন, ‘আমাদের বাড়ির বধূ অন্য এক প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছে। তাই আমরা তাঁর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম। গ্রামে যাতে আর এই ধরনের কোনও ঘটনা না ঘটে তারই বার্তা দিয়েছি।‘
স্বামী অচিন্ত বলেন, ‘পরিবারে কোনও অশান্তি ছিল না। তবে সন্তান না হওয়ার একটা দুঃখ ছিল। রাজমিস্ত্রি করে যা ইনকাম করতাম সমস্তটাই স্ত্রীর অ্যাকাউন্টে জমা রাখতাম। স্ত্রী গভীর রাত পর্যন্ত ফোনে কথা বলত। আমি অনেক শাসন করেছিলাম। শ্বশুরবাড়িতে জানিয়েছিলাম।‘ বক্তব্য, একদিন কাজ থেকে ফিরে দেখেন টাকা পয়সা, গয়না সব নিয়ে স্ত্রী চলে গিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় রিলস শেয়ার করে জানিয়েছেন বলে জানিয়েছেন অচিন্ত।