১ এপ্রিল থেকে সরকারি কর্মীদের বর্ধিত হারে ডিএ, বিজ্ঞপ্তি নবান্নের
দৈনিক স্টেটসম্যান | ২৫ মার্চ ২০২৫
ঘোষণা আগেই হয়েছিল, এবার তা কার্যকর হতে চলেছে। ১ এপ্রিল থেকে এই বর্ধিত ডিএ কার্যকর হওয়ার কথা মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে জানাল নবান্ন। এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মচারী এবং পেনশনভোগী। তৃণমূল কর্মচারী সংগঠন সরকারের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। গত ১২ ফেব্রুয়ারি বাজেট বক্তৃতায় রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য সরকারের কর্মীদের ডিএ চার শতাংশ বৃদ্ধির ঘোষণা করেছিলেন।
নবান্নের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, আগামী ১ এপ্রিল থেকে রাজ্য সরকারি কর্মচারীরা মূল বেতনের ১৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা বা ডিএ পাবেন। শুধু রাজ্য রাজ্য সরকারী কর্মীরাই নন, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক, অশিক্ষক কর্মী, সরকার অধিকৃত, পঞ্চায়েত, পুরসভার কর্মীদেরও ডিএ বৃদ্ধি পেয়ে হল ১৮ শতাংশ। এছাড়া রাজ্য সরকারের পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীরাও মূল পেনশনের ওপর ১৮ শতাংশ মহার্ঘ ভাতা পেতে চলেছেন।
তৃণমূল কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক বলেন, ‘অনেকে এই পদক্ষেপের বিরোধিতা করছেন। তাঁদের উদ্দেশে বলতে চাই, কেন্দ্রীয় সরকার রাজ্যকে সর্বস্তরে আর্থিক পাওনা থেকে বঞ্চিত করেছে। সেই পরিস্থিতিতেও প্রতি বছর ডিএ বৃদ্ধি করছেন মুখ্যমন্ত্রী। সেই বিষয়টিও যেন সমালোচকেরা মনে রাখেন।’ কোঅর্ডিনেশন কমিটির তরফে বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলেন, ‘এখনও বিস্তর ডিএ বকেয়া রয়েছে। সরকারের এমন ঘোষণাতেও আমরা খুশি ছিলাম না। বিজ্ঞপ্তি জারি করার পরেও খুশি হইনি।’
নবান্নের প্রকাশিত বিজ্ঞপ্তি জানানো হয়েছে, যাঁরা পঞ্চম বেতন কমিশন অনুযায়ী পূর্ববর্তী বেতনক্রমে রয়েছেন, তাঁদের মহার্ঘ ভাতা ১৬১ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ১৭১ শতাংশ হবে। রোপা ২০০৯ অনুযায়ী পেনশন পাচ্ছেন যাঁরা, তাঁরাও ১৭১ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। ১ এপ্রিল থেকে দৈনিক মজুরিভিত্তিক কর্মীদের মজুরি ২২ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান। আর রাজ্য সরকারি কর্মীরা ডিএ পাবেন ১৮ শতাংশ। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে এ রাজ্যের কর্মীদের ডিএর ফারাক এখনও ৩৫ শতাংশ। সরকারি কর্মচারীদের বামপন্থী সংগঠনগুলি এই ফারাক নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। ন্যায্য ডিএ-র দাবিতে আগামী ৭ থেকে ৯ এপ্রিল রাজ্য জুড়ে সরকারি দফতরে ৩ ঘণ্টা ব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে একটি বাম সংগঠনের সদস্যেরা।
এদিকে সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ জানায়, এপ্রিল মাসে এই মামলার পরবর্তী শুনানি হবে। আগামী ২২ এপ্রিল এই মামলার শুনানি হতে পারে। রাজ্যের তরফে মঙ্গলবারে সওয়াল শুরু করেন অভিষেক মনু সিংভি। তবে পুরো সওয়াল জবাবের জন্য আরও সময় দরকার বলে আদালতে জানান তিনি। সব পক্ষের মতামত শুনে আদালত জানায়, ২২ এপ্রিল মামলার অংশ হতে চেয়ে আবেদন করেছিল সংগ্রামী যৌথ মঞ্চ। সেই আবেদন গৃহীত হয়েছে।