• সিবিআই আধিকারিক সেজে লুটপাট, গ্রেপ্তার সিআইএসএফ জওয়ান
    দৈনিক স্টেটসম্যান | ২৫ মার্চ ২০২৫
  • সিবিআই আধিকারিক লুটপাটের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল বাগুইআটিতে। অভিযোগের তির এক সিআইএসএফ জওয়ানের দিকে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম অমিতকুমার সিং। তিনি বিহারে কর্মরত ছিলেন। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

    কয়েকদিন আগে আগে বাগুইআটি এলাকায় একটি বাড়িতে সিবিআই অফিসার পরিচয়ে ঢুকে বড় অঙ্কের টাকা ও সোনাদানা লুট করেন অমিত কুমার সিং ও তাঁর সঙ্গীরা। এরপর ওই পরিবারের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। তদন্তে উঠে আসে, দীর্ঘদিন ধরে পরিকল্পনা করেই এই লুটপাট করা হয়েছে।

    সোমবার রাতে বিধাননগর কমিশনারেটের পুলিশ ও বাগুইআটি থানার যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয় অমিতকুমার সিং নামে ওই সিআইএসএফ জওয়ানকে। পুলিশের প্রাথমিক অনুমান, এই গ্যাংটি আরও বড় কোনও অপরাধ করার পরিকল্পনা করছিল। গোটা চক্রকে ধরতে ইতিমধ্যেই তদন্ত চালানো হচ্ছে।

    ইন্সপেক্টর পদমর্যাদার একজন আধিকারিক কীভাবে এমন একটি অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত হলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। ওই সিআইএসএফ জওয়ানের পরিবার এবং সহকর্মীদের সঙ্গে কথা বলতে পারেন তদন্তকারী আধিকারিকেরা। পুলিশ সূত্রে খবর, এর আগেও এই গ্যাং অন্য কোনও জায়গায় এই কাণ্ড ঘটিয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)