• ২ সন্তান ছেড়ে প্রেমিকের সঙ্গে 'সংসার' স্ত্রীর! স্বামী নিল চরম 'বদলা'...
    ২৪ ঘন্টা | ২৫ মার্চ ২০২৫
  • মনোজ মণ্ডল: বিবাহ বহিভূত সম্পর্কের জেরে স্ত্রীকে কুপিয়ে খুন করে আত্মঘাতী হওয়ার চেষ্টা স্বামী। দুই সন্তানকে ছেড়ে প্রেমের টানে স্বামীর ঘর ছেড়ে প্রেমিকের সঙ্গে সংসার করছিলেন স্ত্রী। সেই স্ত্রীকে ফেরাতে মরিয়া স্বামী। তবে ফিরতে নারাজ স্ত্রী। সহ্য না করতে পেরে স্ত্রীর প্রেমিকের বাড়িতেই ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়ে, স্ত্রীকে কুপিয়ে খুন করলেন স্বামী। এরপর নিজেও পেটে ধারালো চাকু বসিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন অভিযুক্ত স্বামী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে সোমবার রাতে গোলাপনগর থানার পাল্লা কামারপুর এলাকায়। 

    পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম দীপু মন্ডল (২৮)। অভিযুক্ত স্বামীর নাম সুখদেব মন্ডল। স্থানীয়রা জানান, বছর দশেক আগে গোপালনগর থানার ১৭ নম্বর রেলগেট এলাকার বাসিন্দা সুখদেবের সঙ্গে দীপুর বিয়ে হয়। দম্পতির দুই সন্তানও হয়। কিন্তু বছর দুয়েক আগে দীপু বিবাহ বহিভূত সম্পর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। তারপরই বাড়ি ছেড়ে গোপালনগর থানার পাল্লা কামারপুরের বাসিন্দা প্রেমিক রতনের বাড়ি চলে যান দীপু। এরপর স্ত্রীকে বাড়ি ফেরাতে বার বার চেষ্টা করতে থাকেন স্বামী সুখদেব। স্ত্রীকে ফেরাতে বার বার সুখদেব স্ত্রীর প্রেমিকের বাড়ি গেলেও ফেরেননি দীপু।

    এরপরই সোমবার রাতে ধারলো অস্ত্র নিয়ে স্ত্রীর প্রেমিক, রতনের বাড়িতে চড়াও হন সুখদেব। প্রথমে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুন করেন। তারপর নিজের পেটেও সেই চাকু বসিয়ে দেন। আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। চিৎকার চেঁচামেচি শুনে ছুটে যান প্রতিবেশীরা। গিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন স্বামী-স্ত্রী। 

     সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় গোপালনগর থানায়। খবর পেয়ে পুলিস এসে রক্তাক্ত স্বামী-স্ত্রীকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা স্ত্রী দীপু মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন। ওদিকে স্বামী সুখদেব মণ্ডলও আশঙ্কাজনক। তাঁকে কলকাতায় আরজিকর হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

  • Link to this news (২৪ ঘন্টা)