আর কতদিন বসে থাকব? নার্স পদে স্থায়ী চাকরির দাবিতে তুমুল বিক্ষোভ কলকাতায়
হিন্দুস্তান টাইমস | ২৫ মার্চ ২০২৫
প্রশিক্ষণ নিয়ে বসে আছেন। কিন্তু চাকরি নেই। এবার নিয়োগের দাবিতে ধর্মতলায় অবস্থান বিক্ষোভ শুরু করলেন নার্স পদপ্রার্থীরা। মঙ্গলবার প্রচুর নার্স দলে দলে এসে জড়ো হয়েছিলেন। সঙ্গে প্লাকার্ড, ফেস্টুন ছিল। তাঁদের অভিযোগ ২ বছর ধরে নার্স পদে নিয়োগ হচ্ছে না। রাজ্য সরকারকে এনিয়ে বার বার জানানো হয়েছে। কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। তার জেরেই এবার অবস্থান বিক্ষোভে বসলেন নার্স পদপ্রার্থীরা।
আন্দোলনকারীরা বলেন, আমরা তিনবার স্বাস্থ্যভবনে ডেপুটেশন জমা দিয়েছি। কিন্তু আমাদের নিয়োগ করা হচ্ছে না। ২০২২ সালের পর থেকে আর কোনও নিয়োগ হচ্ছে না। আমাদের জুনিয়র ব্যাচরা বসে রয়েছেন। তারা যখন প্রাইভেট নার্সিংহোমে গিয়ে সিভি জমা দিচ্ছেন তখনও নিচ্ছে না। কারণ বাইরে থেকে নার্সিং পড়ুয়ারা চলে এসেছেন। গ্রামীণ হাসপাতালগুলিতে নার্সের সংকট রয়েছে। অস্থায়ী ভাবে নিয়োগ করা হচ্ছে। স্থায়ীভাবে নিয়োগ করা হচ্ছে না। আমাদের দাবি স্থায়ী ভাবে নিয়োগ করা হোক।
অপর এক আন্দোলনকারী বলেন, গ্রেড ২ নার্স পদে নিয়োগ করতে হবে। ২০২২ সালে শেষবার নিয়োগ করা হয়েছে। ব্যাচের পর ব্যাচ বেরিয়ে যাচ্ছে। কিন্তু নার্স নিয়োগ করা হচ্ছে না। সরকার নিয়োগ করলে এই পরিস্থিতি তৈরি হত না। প্রশিক্ষণপ্রাপ্ত নার্সরা বসে রয়েছেন। ওবিসি কেস হওয়ার জন্য নার্সিং পদে নিয়োগ হচ্ছে না বলে সরকার অজুহাত দিচ্ছে। কিন্তু এই নিয়োগ তো আগেই হয়ে যাওয়া উচিত ছিল। আমরা আবারও পথে নামব। আমাদের নিয়োগের দাবি না মানলে আমরা আবার আন্দোলনে নামব।
আন্দোলনকারীদের দাবি দিনের পর দিন ধরে আমরা নার্সিং পাশ করে বসে রয়েছি। কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। বার বার এনিয়ে ওপরমহলে জানানো হয়েছে। এখন আবার ওবিসি সংক্রান্ত জটিলতার বাহানা করে চাকরির সুযোগ নষ্ট করা হচ্ছে।
মঙ্গলবার নার্স পদপ্রার্থীরা রীতিমতো ইউনিফর্ম পরে এই অবস্থান বিক্ষোভ শামিল হয়েছিলেন। তাদের দাবি কয়েকজন অস্থায়ীভাবে সরকারি হাসপাতালে নিয়োগ পেয়েছেন। কিন্তু স্থায়ী পদে নিয়োগ করতে হবে। না হলে আগামী দিনে আরও বড় আন্দোলন হবে।
আন্দোলনকারীরা বলেন, স্বাস্থ্যভবনে ডেপুটেশন দেওয়া হয়েছে। সভা থেকে স্লোগান তোা হয় আমাদের নিয়োগ অবিলম্বে দিতে হবে। ওবিসি সংক্রান্ত জটিলতার আগেই নিয়োগের কাজ শেষ করা দরকার ছিল। কিন্তু সেটা করা হয়নি। অবিলম্বে নিয়োগ উপযুক্ত ব্যবস্থা করতে হবে।