লন্ডনের হোটেলে খিচুড়ি, ছবি দিলেন মমতার সফর সঙ্গী কুণাল,চামচের কথা লিখল নেটপাড়া
হিন্দুস্তান টাইমস | ২৫ মার্চ ২০২৫
লন্ডন সফরে গিয়েছেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। মুখ্য়মন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন অনেকেই। তাঁর সঙ্গে গিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষও। লন্ডন থেকে নানা ছবি পোস্ট করছেন তিনি। তবে যে ছবিই তিনি পোস্ট করছেন সেখানে যেসমস্ত মন্তব্য কমেন্ট বক্সে আসছে তা দেখে চমকে যাচ্ছেন অনেকেই।
কুণাল ঘোষ লিখেছেন, লন্ডনে খিচুড়ি। হোটেলের ব্রেকফাস্ট মেনুতে। ভাবা যায় না। বাঙালী, ভারতীয়, বিদেশি, সকলেই দেখছি খিচুড়িতে ডুবে। সকাল সাতটায় খিচুড়ি খেয়ে এক চক্কর হাঁটতে বেরোলাম। প্রবল ঠান্ডা। চার/পাঁচ। হাল্কা হাওয়া। তবে এখন ঝকঝকে আকাশ, রোদ্দুর। কিছুটা পরে শিল্পবৈঠক। লিখেছেন কুণাল ঘোষ।
তবে তার সঙ্গে যে ছবি তিনি পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে একটি বড় পাত্রে খিচুড়ি রাখা রয়েছে। তার নীচে লেখা খিচড়ি। অপর একটি ছবিতে দেখা যাচ্ছে খিচুড়ির ছবি রয়েছে। তার সামনেই কয়েকটি প্লেট রাখা রয়েছে। সেই প্লেটের উপর চামচ রাখা রয়েছে। অপর একটি ছবিতে দেখা যাচ্ছে কয়েকজন খাওয়াদাওয়া করছেন।
লন্ডনে বিদেশ সফরে ঠিক কী হচ্ছে তা জানতে আগ্রহী অনেকেই। সেখানে যাঁরা গিয়েছেন তাঁদের পোস্ট করা ছবি দেখে অনেকটা আঁচ করা যাচ্ছে। তবে কুণাল ঘোষ ছবি পোস্ট করতেই নানা জনে নানা মন্তব্য করছেন। এক নেট নাগরিক লিখেছেন, এবার নিশ্চয়ই খিচুড়ি খাওয়ার জন্য রুপোর চামচ দেয়নি? না মানে বড্ড চিন্তায় আছি…এরপর লেখা হয়েছে মাননীয়ার সফরসঙ্গী একবার বিদেশে গিয়ে রুপোর চামচ চুরি করে ধরা পড়ে বাংলাকে এগিয়ে বাংলা করেছিল। যে কারণে চিন্তা হচ্ছে বৈকি।
অপর এক নেটনাগরিক লিখেছেন, ওখানকার গল্প শুনে কি হবে আমাদের বাংলায় শিল্প এলে বিরিয়ানি খাওয়া যাবে আশা থাকল নিরাশ করবেন না গেছেন যখন।
এদিকে এই ছবি দেখার পরেই নানা জনে নানা মন্তব্য করছেন।
এছাড়াও লন্ডনের হাইডপার্কে মুখ্য়মন্ত্রী গিয়েছেন এমন ছবিও পোস্ট করেছেন কুণাল ঘোষ। সেই সঙ্গেই মমতা বন্দ্যোপাধ্য়ায় হাঁটছেন হাইড পার্কে। তবে উলটো দিকে। কুণাল লিখেছেন, ব্যাক ওয়াক হাইড পার্কে। সেই ভিডিয়ো দেখে চমকে গিয়েছেন অনেকেই।