• ‘মার্কিন যুক্তরাষ্ট্র, চিন সবাই ফেল, ১০ বছরে অর্থনীতির বৃদ্ধির হারে সেরা ভারত’
    হিন্দুস্তান টাইমস | ২৫ মার্চ ২০২৫
  • বিশ্বজোড়া মন্দার ভ্রুকুটির মধ্যেই ব্যতিক্রমী নজির ভারত। কেন্দ্রের প্রকাশিত তথ্য পেশ করে সোশ্যাল সাইটে এমনই দাবি করল বিজেপি। তাদের দাবি, বিশ্বে GDP বৃদ্ধির হারে গত ১০ বছরে শীর্ষে রয়েছে ভারত। উন্নত দেশগুলিকে তো বটেই, মোদীর নেতৃত্বাধীন ভারত ছাপিয়ে গিয়েছে অন্যান্য উন্নয়নশীল দেশগুলিকেও।




    রাজ্য বিজেপির সোশ্যাল সাইটে একটি গ্রাফিক্স প্রকাশ করে দাবি করা হয়েছে গত ১০ বছরে নরেন্দ্র মোদীর শাসনে দেশের জিডিপি বৃদ্ধি হয়েছে ১০৫ শতাংশ। যা বিশ্বের যে কোনও দেশের থেকে বেশি। ভারতের অর্থনীতির আকার এখন ৪.৩ ট্রিলিয়ন ডলার। ১০ বছর আগে ২০১৫ সালে ভারতের অর্থনীতির আকার ছিল ২.১ লক্ষ কোটি ডলার। ওই গ্রাফিক্সে দাবি করা হয়েছে এই ১০ বছরে চিনের অর্থনীতি বেড়েছে ৭৬ শতাংশ। মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি বেড়েছে ৬৬ শতাংশ অস্ট্রেলিয়ার অর্থনীতি বেড়েছে ৫৮ শতাংশ। রাশিয়ার অর্থনীতি বেড়েছে ৫৭ শতাংশ। এমনকী উন্নয়নশীল দেশগুলির অর্থনীতি বৃদ্ধির হারও ভারতের ধারে কাছে পৌঁছতে পারেনি। গোটা বিশ্বের অর্থনীতির আকারের নিরিখে ৬ নম্বরে রয়েছে ভারত। ভারতের থেকে ওপরে রয়েছে পঞ্চম স্থানে।

    গত অর্থবর্ষে ভারতের GDP বৃদ্ধির হার ছিল ৫.৬ শতাংশ। যা এবার বেড়ে ৬.২ - ৬.৫ শতাংশ হতে পারে বলে অনুমান করেছে বিভিন্ন সংস্থা। বিজেপির দাবি, তাদের অর্থনৈতিক নীতির জন্যই দেশ দ্রুত অগ্রগতি করছে। এমনকী কয়েক বছরের মধ্যেই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে ভারত।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)