ব্যাঙ্কের পাসবুক হারানোর অভিযোগ জানাতে গিয়েছিলেন থানায়। কিন্তু সেই সময়েই পুলিশের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ তুলেছেন খড়্গপুর ও ভুবনেশ্বর আইআইটির প্রাক্তন ছাত্র, গবেষক ডক্টর ইমন কল্যাণ। তাঁর অভিযোগ, তিনি মুর্শিদাবাদে পুলিশের এক ইন্সপেক্টরের হাতে নিগৃহীত হন। এই মর্মে তিনি পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অভিযোগও জানিয়েছেন। যার প্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে।
ঠিক কী অভিযোগ ইমন কল্যাণের?
গবেষকের দাবি, ব্যাঙ্কের পাসবুক হারিয়ে যাওয়ায় তিনি ডোমকল থানায় সোমবার বিকেলে একটি জেনারেল ডাইরি করতে যান। সেই সময়ে থানায় কর্তব্যরত পুলিশ ইন্সপেক্টর উজ্জ্বল বিশ্বাস তাঁকে অপমান করেন এবং দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। এমনকী, তাঁকে শারীরিকভাবে হেনস্থার অভিযোগও উঠেছে ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে।
কিন্তু, কেন বিবাদের সূত্রপাত, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই জেলার পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক এবং ডোমকল থানার আইসি-র কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন ইমন কল্যাণ। তিনি দাবি করেছেন, তাঁর সঙ্গে যে আচরণ করা হয়েছে তা নিন্দনীয়। অভিযুক্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার দাবি করেছেন তিনি।
অন্যদিকে, এই ঘটনায় ডোমকলের এসডিপিও শুভম বাজাজ বলেন, ‘এ ঘটনায় চারজনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তদন্তের রিপোর্ট জেলা পুলিশ সুপারের কাছে জমা দেওয়া হবে। তিনিই প্রয়োজনীয় পদক্ষেপ করবেন।’