• ফের রেলগেট ভাঙল সোদপুরে, সাময়িক ব্যাহত ট্রেন চলাচল
    এই সময় | ২৫ মার্চ ২০২৫
  • ফের রেলগেট ভেঙে বিপত্তি সোদপুরে। মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ রেলগেট পার হওয়ার সময়ে একটি লরি সজোরে ধাক্কা মারে সোদপুরের ৮ নম্বর রেলগেটে। ফলে সেই গেটটি ভেঙে যায়। ব্যাহত হয় যানচলাচল। পাশাপাশি ট্রেন চলাচলের ক্ষেত্রেও সাময়িক সমস্যা তৈরি হয়। এ দিকে এই দুর্ঘটনার খবর পাওয়ার পরই দ্রুত ওই রেলগেট মেরামত করার জন্য পদক্ষেপ করা হয়। বর্তমানে রেল আধিকারিকদের উপস্থিতিতেই আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল করছে বলে জানা গিয়েছে। গির্জা মোড় এবং কাঁচকল মোড় থেকে কোন গাড়ি ৮ নম্বর রেলগেটের দিকে যেতে দেওয়া হচ্ছে না। 

    তবে রেল গেট ভেঙে যাওয়ার কারণে যান চলাচল সাময়িক ভাবে ব্যাহত হয়। বহু মানুষকে সাইকেল কাঁধে নিয়ে রেলগেট পারাপার করতে দেখা যায়। এক প্রত্যক্ষদর্শী জানান, একটি লরি সোদপুর রাসমণি মোড় থেকে বিটি রোডে ওঠার সময়ে ৮ নম্বর রেলগেট পার করার আগেই আচমকায় ধাক্কা মারে রেলগেটে। যার ফলে গেটটি ব্যাহত হয় এবং সেখান দিয়ে যান চলাচল পরিষেবা ব্যাহত হয়। ওই গেটটি কখন ঠিক হবে, এখন সেই দিকেই তাকিয়ে নিত্যযাত্রীরা। 

    উল্লেখ্য, এই প্রথমবার নয়, এর আগেও সোদপুর ৮ নম্বর রেলগেট গেট ভেঙেছিল একটি লরির ধাক্কায়। সেই সময়েও বিস্তর ভোগান্তি পোহাতে হয়েছিল সাধারণ মানুষকে। 

  • Link to this news (এই সময়)