মৌসুনি দ্বীপ পর্যটকদের কাছে ভ্রমণের অন্যতম ডেস্টিনেশন। এ বার এই দ্বীপের মধ্যে দেখা মিলল একটি কুমিরের। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন পর্যটক থেকে শুরু করে মৌসুনি দ্বীপের বাসিন্দারাও। ইতিমধ্যেই সেই কুমিরটিকে উদ্ধার করে সুরক্ষিত জায়গায় স্থানান্তরিত করেছে বন দপ্তর।
স্থানীয় বাসিন্দাদের কথায়, সোমবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাঘডাঙা এলাকার রাস্তায় ঘোরাঘুরি করতে দেখা যায় একটি কুমিরকে। আতঙ্কে চিৎকার করে ওঠেন সেখানে উপস্থিত সকলেই। এ দিকে সেই চিৎকার শুনে কুমিরটি আশ্রয় নেয় স্থানীয় বাসিন্দা মানিক দাসের পুকুরে।
সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বনদপ্তরের বকখালি রেঞ্জে। ঘটনাস্থলে পৌঁছয় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশও। সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ পুলিশ এবং বনদপ্তর যৌথ ভাবে ওই কুমিরটিকে উদ্ধার করে। জানা গিয়েছে, ওই স্ত্রী কুমিরটির দৈর্ঘ্য ৫ ফুট এবং ওজন ৪৫ কেজি। কুমিরটিকে ভগবতপুর কুমির প্রকল্পে নিয়ে যাওয়া হয়েছে। লোকালয়ে কী ভাবে কুমিরটি পৌঁছল? তা খতিয়ে দেখছেন বন দপ্তরের কর্মীরা।
উল্লেখ্য, কলকাতা থেকে মাত্র ১২০ কিলোমিটার দূরে অবস্থিত মৌসুনি দ্বীপে প্রতিদিন বহু পর্যটক যাতায়াত করেন। সেখানে তাঁবুতে থাকার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি ভুরিভোজের ব্যাপক আয়োজনও থাকে। ফলে উইক এন্ড বা দিন দুয়েকের ছুটিতে অনেকেই এই দ্বীপে বেড়িয়ে আসেন। সেখানে এ ভাবে কুমির দেখা যাওয়ার ঘটনায় আতঙ্কিত পর্যটকরা। যদিও বন দপ্তর এবং পুলিশের তরফে সাধারণ মানুষকে আশ্বস্ত করা হয়েছে।