• পার্কিং নিয়ে বিবাদের জেরে থান ইট দিয়ে মহিলাকে মারধরের অভিযোগ, চিংড়িহাটায় শোরগোল
    এই সময় | ২৬ মার্চ ২০২৫
  • আস্ত থান ইট দিয়ে এক মহিলাকে মারধরের অভিযোগ সল্টলেকের চিংড়িহাটা সংলগ্ন শান্তিনগর অঞ্চলে। অশান্তির সূত্রপাত গত ১৮ মার্চ। মঙ্গলবার দুপুরে আক্রান্ত মহিলা বিধাননগর অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারের অফিসে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন এবং ঘটনা প্রসঙ্গে জানান।

    শান্তিনগরের একটি বাড়িতে অভিযোগকারী মহিলা ভাড়ায় থাকেন। তিনি জানান, গত ১৮ মার্চ তাঁর নির্ধারিত পার্কিংয়ে গাড়ি রাখতে গেলে এলাকার কয়েকজন মদ্যপ ব্যক্তি তাঁকে কটুক্তি করে। শুধু তাই নয়, তাঁর গাড়ির সামনে থেকেও প্রথমে সরতে চাননি তাঁরা। পরে অবশ্য তিনি গাড়ি পার্ক করে বাড়িতে প্রবেশ করেন।

     ১৯ মার্চ রাতে তিনি এবং তাঁর বান্ধবী অশান্তির আওয়াজ শুনে নীচে বেরিয়ে দেখেন নির্দিষ্ট পার্কিংয়ে রাখা তাঁর গাড়ি ভাঙাতে গিয়েছে জনা দুয়েক ব্যক্তি। সঙ্গে সঙ্গে তাঁরা টিঙ্কু মণ্ডল নামে ওই ব্যক্তিকে বাধা দেওয়ার চেষ্টা করেন। ওই দুই মহিলার সঙ্গে বচসা বাধে টিঙ্কুর। এর পর বিধাননগর পুলিশে ফোন করেন দুই মহিলা। ঘটনাস্থলে গিয়ে টিঙ্কু-সহ তার আরও এক সঙ্গীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের গ্রেপ্তারও করা হয়। 

    পরের দিনে অবশ্য তারা জামিনে ছাড়া পেয়ে যায়। ওই দুই মহিলার অভিযোগ, জামিনে মুক্তি হওয়ার পরেই ওই দুই ব্যক্তি তাঁদের বাড়ির নীচে অশান্তি শুরু করেন। টিঙ্কু মণ্ডলের স্ত্রী তাঁদের উপরে চড়াও হন। এখানেই শেষ নয়, টিঙ্কু থান ইট নিয়ে ওই মহিলাকে আঘাত করেন বলেও অভিযোগ। 

    এই ঘটনার পর ফের ওই মহিলা টিঙ্কু ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে বিধাননগর সাউথ থানায় অভিযোগ দায়ের করেন। এর পর থেকেই টিঙ্কু এবং তার স্ত্রী পলাতক বলে জানা গিয়েছে। মঙ্গলবার দুপুরে ওই দুই মহিলা বিধাননগর অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে তাঁকে পুরো বিষয়টি জানিয়েছেন। 



    (তথ্য সহায়তা: সৌমেন রায়চৌধুরী)

  • Link to this news (এই সময়)