• ক্লান্তি কাটাতে পদ্মায় ডুব মাধ্যমিক পরীক্ষার্থীর, ঘটল ভয়ঙ্কর কাণ্ড
    আজকাল | ২৬ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় পদ্মা নদীর চরে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার পর ক্লান্ত হয়ে পদ্মা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল এক মাধ্যমিক পরীক্ষার্থী। সোমবার বিকেল নাগাদ ছাত্রটি তলিয়ে গেলেও মঙ্গলবার দুপুর পর্যন্ত ডুবুরিরা তার দেহের সন্ধান পাননি। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এবং সিভিল ডিফেন্সের ডুবুরিরা মঙ্গলবার সকাল থেকে ফের একবার ওই নিখোঁজ ছাত্রের সন্ধানে তল্লাশি শুরু করেছেন। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত  কৃষ্ণশাইল-বিলেরধার এলাকার বাসিন্দা ওহিদুর জামান নামে এক মাধ্যমিক পরীক্ষার্থী গতকালকে আরও তিন বন্ধুর সঙ্গে শেখালিপুর পঞ্চায়েতের অন্তর্গত কাটাখালি এলাকায় পদ্মা নদীর চরে ফুটবল খেলতে যায়। 

    সূত্রের খবর চার বন্ধু একসঙ্গে ফুটবল খেলার পর ক্লান্ত হয়ে পদ্মা নদীর একটি শাখায় স্নান করতে নামে। এর কিছুক্ষণের মধ্যে ওহিদুর জামান এবং তার এক বন্ধু তলিয়ে যেতে শুরু করে। স্থানীয়দের চেষ্টায় একজনকে জল থেকে তুলে আনা সম্ভব হলেও ঘটনাস্থলে নদীর গভীরতা বেশি থাকায় ওহিদুর জামান তলিয়ে যায়। মঙ্গলবার দুপুর পর্যন্ত তার কোনও সন্ধান পাওয়া যায়নি। 

    মৃতের পরিবারের এক সদস্য জানান, ওহিদুর জামান বড়জুমলা মাদ্রাসায় পড়াশোনা করত। এবছর সেখান থেকেই মাদ্রাসার বোর্ডের মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। গতকাল মাদ্রাসা থেকে চার বন্ধু একসঙ্গে পদ্মা নদীর চরের মাঠে ফুটবল খেলতে গিয়েছিল। সেখানে ক্লান্ত হয়ে পড়ার পর পদ্মা নদীতে স্নান করতে নেমে দুর্ঘটনাটি ঘটেছে।  বিএসএফের উদ্ধারকারী দলের সদস্যরা জানিয়েছেন, যে এলাকা থেকে ওই কিশোর নিখোঁজ হয়েছে সেখানে জলের স্রোত খুব বেশি না থাকলেও নদীর গভীরতা যথেষ্ট রয়েছে। বিএসএফের ডুবুরিদের অনুমান ওই এলাকায় পদ্মা নদীর স্রোত কম থাকায় নিখোঁজ ওই ছাত্রের দেহ বাংলাদেশের দিকে ভেসে যাওয়া সম্ভাবনা কম রয়েছে।
  • Link to this news (আজকাল)