নান্টু হাজরা: শহরে ফের আক্রান্ত মহিলা। প্রকাশ্য রাস্তায় এবার থান ইট দিয়ে মারধর! হাড়হিম করা সেই ঘটনার ভিডিয়ো ভাইরাল। অভিযুক্ত এখনও অধরা। ঘটনাস্থল, সল্টলেকে চিংড়িঘাটা।
পুলিস সূত্রে খবর, ওই তরুণী হাওড়া বাসিন্দা। চিংড়িঘাটার শান্তিনগরে ভাড়া বাড়িতে বান্ধবীর সঙ্গে থাকেন তিনি। গত ১৮ মার্চ রাতে হাওড়া থেকে একটি চার চাকার গাড়িতে শান্তিনগরের ভাড়া বাড়িতে আসেন তাঁরা। সঙ্গে ছিলেন ওই তরুণীর ভাইও। এরপর কয়েক মদ্যপ যুবক গাড়ি পার্ক করতে বাধা দেয় বলে অভিযোগ। বাদ যায়নি গালিগালাজ ও কটুক্তিও!
এদিকে ততক্ষণে ফ্ল্যাটে চলে গিয়েছে ওই দুই তরুণী। ফ্ল্যাটের জানলা থেকে তাঁরা দেখেন, দু'জন যুবক রীতিমতো ইঁট তাঁদের গাড়িতে ভাঙচুর করতে আসছে! এরপর ওই দুই তরুণী যখন নিচে নেমে আসেন, তখন ফের একপ্রস্ত ঝামেলা হয়। শেষে ১০০ নম্বর ডায়াল করে খবর দেওয়া হয় পুলিসে। বস্তুত, পুলিস এসে অভিযুক্তদের তুলে নিয়ে যায়। কিন্তু সকালে আবার তাঁদের ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ।
ওই তরুণীর দাবি, পরের দিন অর্থাত্ ১৯ তারিখ সকালে ফ্ল্যাটে এসে হাজির হয় পাড়ারই কয়েকজন যুবক। তাঁরা জানান, গতকালে ঘটনা নিয়ে কথা বলার জন্যই ক্লাবে যেতে হবে। কিন্তু ক্লাব যাওয়ার পথে ওই তরুণীর বান্ধবীর উপর টিংকু মণ্ডল নামে এক ব্যক্তি ও তাঁর স্ত্রী চড়াও হন বলে অভিযোগ। প্রকাশ্য় রাস্তায় রীতিমতো থান ইট দিয়ে মারধর করা হয় ওই তরুণীকে! দিদিকে বাঁচাতে আক্রান্ত হন ওই তরুণীর ভাইও। খবর দেওয়া হয় থানায়। টিংকু মণ্ডলের স্ত্রীকে পুলিস গ্রেফতার করেছে। কিন্তু টিংকু এখনও পলাতক।