তিনি বন বন করে লাঠি ঘোরাতে পারেন। এখনও নিয়মিত শরীর চর্চা করেন। অতীতে তাঁর হাতে গদা দেখা গিয়েছে। তাঁর মন্তব্য নিয়ে বঙ্গ রাজনীতিতে বিতর্কের তুফানও উঠেছে। কিন্তু বিজেপি নেতা দিলীপ ঘোষ রয়েছেন স্বমেজাজেই। তাঁকে মঙ্গলবার মেলা থেকে ‘দা’ কিনতে দেখা গেল। সঙ্গে তাঁর মন্তব্য, ‘দা-এর অনেক কাজ রয়েছে। একটাতে অনেক কাজ হয়ে যাবে।’
মঙ্গলবার পূর্ব বর্ধমানের কাটোয়ার অগ্রদ্বীপে ঐতিহ্যবাহী গোপীনাথ মেলা শুরু হয়েছে। এ দিন মেলায় যান বিজেপি নেতা দিলীপ ঘোষ। মেলায় ঘুরে দেখেন বিভিন্ন দোকান। হঠাৎ তিনি একটি দা, কাটারির দোকানের সামনে থমকে যান। একটি দা বেশ কিছুক্ষণ ঘুরিয়ে দেখেন এবং পরে তা দাম দিয়ে কিনে নেন। তা কেনেন ১৫০ টাকা দাম দিয়ে। সামনেই রামনবমী। সেই দিনে মিছিলে কি দা হাতে দেখা যাবে দিলীপ ঘোষকে? এই নিয়ে অবশ্য কোনও মন্তব্য করেননি এই বিজেপি নেতা। তবে তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ‘দা-এর অনেক কাজ আছে। এক দা-এ অনেক কাজ হয়ে যাবে।’
উল্লেখ্য, এ দিন দুপুরে প্রথমে অগ্রদ্বীপে এসেবিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণ ঘোষের বাড়িতে যান দিলীপ ঘোষ। এর পর সেখান থেকে তিনি গোপীনাথ মন্দিরে যান পুজো দিতে। মেলায় দলীয় শিবিরে তিনি জনসংযোগও করেন।
(তথ্য সহায়তা: অভ্র বন্দ্যোপাধ্যায়)