• ইদে কলকাতার কোন কোন রাস্তায় গাড়ি চলাচলে বিধিনিষেধ থাকবে? বন্ধ কোথায়? রইল তালিকা
    হিন্দুস্তান টাইমস | ২৬ মার্চ ২০২৫
  • আগামী সোমবার সম্ভবত ইদ পালিত হবে। কবে চাঁদ দেখা যাবে, তার উপরে নির্ভর করবে যে কবে পালন করা হবে ইদ। আপাতত মনে হচ্ছে যে মার্চ মাসের শেষদিনই ইদ পালন করা হবে। আর সেদিনই ইদ পালিত হবে ধরে নিয়ে কলকাতার বিভিন্ন জায়গায় যানবাহন চলাচলের উপরে বিধিনিষেধ জারি করা হল। কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, ৩১ মার্চ ইদ পড়বে ধরে আপাতত সেদিনের জন্য কলকাতায় বিভিন্ন প্রান্তে যানবাহন চলাচলের উপরে বিধিনিষেধ জারি করা হয়েছে। যদি ইদের দিনক্ষণ পরিবর্তিত হয়, তাহলে যেদিন উৎসব পালন করা হবে, সেদিন বিধিনিষেধ বহাল থাকবে। ইদের দিন কলকাতায় যানবাহন চলাচল নিয়ে কী কী বিধিনিষেধ জারি করা হল, তা দেখে নিন।

    ১) ইদের দিন ভোর ৪ টে থেকে বেলা ১২ টা পর্যন্ত কলকাতায় মধ্যে পণ্যবাহী গাড়ি চলাচল করবে না। তবে এলপিজি সিলিন্ডার, সিএনজি, পেট্রোল, তেল, লুব্রিক্যান্ট, অক্সিজেন, আনাজ, ফল, দুধ, মাছ এবং ওষুধ বহনকারী গাড়ির ক্ষেত্রে কোনওরকম নিষেধাজ্ঞা জারি করেনি কলকাতা পুলিশ। ভোর ৪ টে থেকে বেলা ১২ টা পর্যন্ত কলকাতা ডক সিস্টেমের জন্য পণ্যবাহী গাড়ি চলাচলের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।


    ২) যেদিন ইদ, তার আগেরদিন রাত ১০ টা থেকে ইদের দিন বেলা ১২ টা বা যতক্ষণ না ইদের অনুষ্ঠান শেষ হচ্ছে, ততক্ষণ রেড রোডে গাড়ি চলাচল বন্ধ থাকবে। অর্থাৎ যদি ৩১ মার্চ ইদ হয়, তাহলে ৩০ মার্চ রাত ১০ টা থেকে ৩১ মার্চ বেলা ১২ টা বা অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত রেড রোডে কোনও গাড়ি চলাচল করতে পারবে না।


    ৩) যেদিন ইদ পালন করা হবে, সেদিন ভোর ৪ টে থেকে বেলা ১২ টা পর্যন্ত কলকাতার বিভিন্ন রাস্তায় ট্রাম-সহ বিভিন্ন গাড়ি চলাচল বন্ধ থাকবে বা গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে। সেই সিদ্ধান্ত নেবেন ডিউটিতে থাকা অফিসার।

    ৪) এসপ্ল্যানেড কমপ্লেক্সে বাসস্ট্যান্ড সরানো হবে না। নিউ রোড এবং ডাফরিন রোড দিয়ে এন্ট্রি নিতে হবে। আর রানি রাসমণি অ্যাভিনিউ বা ট্রাম লাইন দিয়ে 'এক্সিট' করতে হবে বলে জানিয়েছে পুলিশ।

    ৫) ভোর ৪ টে থেকে বেলা ১২ টা পর্যন্ত লেনিন সরণি এবং রফি আহমেদ কিদোয়াই রোডে ট্রাম চালচল বন্ধ থাকবে।


    ৬) পরিস্থিতি বুঝে ইদের দিন কোনও ফিডার রোডের যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)