নিজেকে নির্দোষ দাবি করে আরজি কর মামলা থেকে অব্যহতি চাইলেন থ্রেট কালচারের এই মাথা
হিন্দুস্তান টাইমস | ২৬ মার্চ ২০২৫
আরজি কর কাণ্ডে যখন আদালতের নজরে নজরদারি চেয়ে নির্যাতিতার মা - বাবার আবেদনের শুনানি চলছে কলকাতা হাইকোর্টে তখন নিজেকে নির্দোষ দাবি করে এই মামলা থেকে অব্যহতি চাইলেন থ্রেট সিন্ডিকেট চালানোয় অভিযুক্ত জুনিয়র ডাক্তার আশিস পান্ডে। সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ এই চিকিৎসকের বিরুদ্ধে আরজির কর মেডিক্যাল ও অন্যান্য হাসপাতালের একাধিক জুনিয়র চিকিৎসক ও চিুকুিৎসকদের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। অভিযুক্ত আশিসকে আরজি কর দুর্নীতি মামলায় গ্রেফতার করেছিল সিবিআই। মঙ্গলবার জেলে বসে ভার্চুয়াল শুনানিতে অংশগ্রহণ করে নিজেকে নির্দোষ বলে দাবি করেন আশিস।
আরজি কর দুর্নীতি মামলায় আশিস পান্ডেকে অন্যতম অভিযুক্ত হিসাবে গ্রেফতার করে সিবিআই। অভিযোগ, এই আশিস পান্ডে ও বিরুপাক্ষ বিশ্বাসের মাধ্যমেই থ্রেট সিন্ডিকেট চালাতেন সন্দীপ ঘোষ। যার শিকার হাজার হাজার চিকিৎসক। এমনকী চিকিৎসকদের থেকে তোলা আদায় ও না দিলে হুমকি, এমনকী মারধরের অভিযোগ রয়েছে আশিস পান্ডের বিরুদ্ধে।
আরজি কর দুর্নীতি মামলায় আগেই নিজেদের নির্দোষ বলে দাবি করে অব্যাহতি চেয়েছিলেন চার অভিযুক্তব্যবসায়ী সুমন হাজরা ও বিপ্লব সিংহ এবং দেহরক্ষী আশরাফ আলি খান। মঙ্গলবার মামলার শুনানি চলাকালীন আশিসের আইনজীবী নথি পেশ করে মক্কেলকে নির্দোষ বলে দাবি করেন।
যদিও আন্দোলনকারী চিকিৎসকদের দাবি, আরজি কর দুর্নীতির অন্যতম মাথা এই আশিস পান্ডে। তাদের দাপটে হাসপাতালে কেউ মুখ খুলতে পারত না। অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘরে সারা দিন বসে থাকতেন আশিস। সন্দীপের নির্দেশ কার্যকর করার দায়িত্ব ছিল তাঁর ওপরে। ফলে তিনি নির্দোষ হতে পারেন না।