• শিয়ালদহ শাখায় লোকাল ট্রেন বাড়ছে মহিলা কামরা
    এই সময় | ২৬ মার্চ ২০২৫
  • এই সময়: প্রতিদিনের রেলযাত্রায় বাড়ছে মহিলা যাত্রীদের সংখ্যা। কিন্তু লোকাল ট্রেনে মহিলা কামরার সংখ্যা এখনও মাত্র দুই। মহিলাদের সুবিধার কথা মাথায় রেখে এ বার থ্রি ফেজ় ইএমইউ লোকালে মহিলা কামরার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শিয়ালদহ ডিভিশন।

    জানানো হয়েছে, ১২ কামরার লোকালে এতদিন রেকের শুরু ও শেষ দিক থেকে দ্বিতীয় কামরাটি ‘লেডিজ় কম্পার্টমেন্ট’ রাখা হতো। এ বার লোকাল ট্রেনের দু’প্রান্তের ভেন্ডার কামরার সঙ্গের লাগোয়া কামরাটিও মহিলা কামরা করা হবে।

    শিয়ালদহ ডিভিশন জানাচ্ছে, মাতৃভূমি লোকালের মতো ট্রেনে মহিলারা অনেকটাই স্বচ্ছন্দে যাতায়াত করেন। কিন্তু গোটা ট্রেন মহিলা সংরক্ষিত না–হলে ব্যস্ত সময়ে মহিলা যাত্রীদের ভিড়ে ঠাসা ট্রেনের সাধারণ কামরায় অন্য যাত্রীদের সঙ্গে ঠাসাঠাসি করে উঠতে হয়। এটা অনেকের কাছেই বেশ অস্বস্তিকর। লোকালে মহিলা কামরার সংখ্যা বাড়লে তাঁদের অনেকটাই সুবিধা হবে।

    শিয়ালদহ শাখা ভারতের ব্যস্ততম রেলওয়ে জংশনগুলির মধ্যে একটি, প্রতিদিন গড়ে ১৫-১৮ লক্ষ যাত্রী যাতায়াত করেন। শিয়ালদহ মেন, উত্তর ও দক্ষিণ শাখায় প্রচুর মহিলা যাত্রী নিয়মিত যাতায়াত করেন। সাম্প্রতিক সময়ে শিক্ষা ও চাকরির ক্ষেত্রে মহিলা যাত্রীদের সংখ্যা যথেষ্ট বেড়েছে। তাই অতিরিক্ত মহিলা কোচ সংযোজন অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। শিয়ালদহ বিভাগ পূর্ব রেলের এই পদক্ষেপ মহিলাদের জন্য ট্রেন যাত্রাকে আরও স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ করে তুলবে।

  • Link to this news (এই সময়)