হাওড়ার খড়গপুর ডিভিশনে একাধিক লোকাল ট্রেন ও দূরপাল্লার ট্রেন বাতিল। যাত্রাপথ পরিবর্তন হবে বেশ কিছু ট্রেনের। সাঁতরাগাছিতে ইন্টারলকিং ও নন ইন্টারলকিংয়ের কাজের জন্য ৩০ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। আবার এমন বহু লোকাল ট্রেন রয়েছে, যেগুলির গন্তব্য হাওড়া হলেও, সেই সব ট্রেন সাঁতরাগাছিতে যাত্রা শেষ করবে কিংবা সাঁতরাগাছি থেকে ছাড়বে।
৩ মে ও ৫ মে 38402 পাঁশকুড়া-হাওড়া EMU সাঁতরাগাছিতে যাত্রা শেষ করবে। 38905/38908 হাওড়া-আমতা-হাওড়া EMU সাঁতরাগাছি থেকে ছাড়বে, ফিরবে সাঁতরাগাছিতেই। ১১ ও ১৭ মে আদ্রা-হাওড়া এক্সপ্রেস, হাওড়া-আদ্রা এক্সপ্রেস ভদ্রক-হাওড়া এক্সপ্রেস, হাওড়া ভদ্রক এক্সপ্রেস-এর যাত্রাপথ খড়গপুর অবধি।
১১ মে আমতা-হাওড়া, খড়গপুর-হাওড়া, হলদিয়া-হাওড়া, পাঁশকুড়া-হাওড়া, হাওড়া-মেদিনীপুর, মেচেদা-হাওড়ার মতো একাধিক লোকাল ট্রেনে ছাড়বে সাঁতরাগাছি থেকে। ফিরবেও সাঁতারগাছি অবধি। একই ভাবে ১৭ মে আমতা-হাওড়া আপ-ডাউন একাধিক লোকাল সাঁতরাগাছি থেকে ছাড়বে, ফিরবে সাঁতরাগাছিতে।
অন্য দিকে ২ মে থেকে ১৮ মে পর্যন্ত দফায় দফায় বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন। তালিকায় আছে পুরী-শালিমার উইকলি স্পেশাল, সাঁতরাগাছি-পুরুলিয়া-হাওড়া রূপসী বাংলা এক্সপ্রেস, হাওড়া-ঘাটশিলা-হাওড়া মেমু, হাওড়া-দিঘা কাণ্ডারী এক্সপ্রেস, দিঘা-হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস, পুরী-শালিমার ধৌলি এক্সপ্রেস।