সপ্তাহান্তে ফিরছে গরম। বুধবার থেকেই দক্ষিণবঙ্গে পারদ চড়তে শুরু করেছে। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। সপ্তাহের শেষে আবারও বাড়বে গরম। ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে কলকাতার তাপমাত্রা। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। উল্টে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে তাপমাত্রা, পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।
মঙ্গলবার অবধি রাতের ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নীচেই থেকেছে। তবে বুধবার থেকে হাওয়া ঘুরবে। এ দিন সকাল থেকেই তা মালুম হচ্ছে। গরমের সঙ্গে অস্বস্তিও রয়েছে। প্রায় সব জেলাতেই শুষ্ক থাকবে আবহাওয়া। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৪১ থেকে ৯২ শতাংশ।
এ বার যে রেকর্ড গরম পড়তে চলেছে, ইতিমধ্যেই তার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান বাড়তে শুরু করেছে। আজ থেকেই দিনের বেলা রোদের তেজ ক্রমশ চড়া হবে।
তবে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার থেকে পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি শুরু হতে পারে। শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের তিন জেলায়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। আগামী রবিবার ও সোমবার হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিংয়ে।